শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০০:০০

আজ ঢাকায় ফরিদপুরের সাথে খেলবে গণি মডেল হাই স্কুল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এবং বিভাগীয় পর্যায়ে রানারআপ হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে। আজ মঙ্গলবার দলটি ঢাকা সিটি ক্লাব মাঠে খেলবে ফরিদপুরের সাথে। ঢাকায় অংশ নেয়ার লক্ষ্যে সোমবার সকালে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৪ জন খেলোয়াড়, কোচ ও কমকর্তারা রওয়ানা দেন।

খেলোয়াড়রা হলো : সালমান, আইয়ান, মাহমুদুল হাসান, আইমন, সিফাত, রাফিদ, ইয়াসিন, মাহান গাজী, হামিম, মুনতাসির, রজত, হামজালা, অতুন সাহা ও আবদুর রাজ্জাক নিলয়। কোচ পলাশ কুমার সোম।

জেলা পর্যায়ে গণি মডেল উচ্চ বিদ্যালয় ফাইনাল পর্যন্ত যে দলগুলোর সাথে খেলেছে, সেই দলগুলো হলো : মধুসূদন হাই স্কুল, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ও বাবুরহাট হাই স্কুল।

বিভাগীয় পর্যায়ে প্রথম ম্যাচে কক্সবাজার স্কুলের সাথে এবং দ্বিতীয় ম্যাচ কুমিল্লা মডার্ন হাই স্কুলের সাথে জয়লাভ করে। তৃতীয় ম্যাচে সেমি-ফাইনালে খাগড়াছড়ির মুখোমুখি হয়। এই ম্যাচ জিতে ফাইনালে খেলে চট্টগ্রাম পোর্ট অথরিটি হাই স্কুলের সাথে। এই ম্যাচ হেরে দলটি বিভাগীয় পর্যায়ে রানারআপ হয়।

দলের কোচ পলাশ কুমারের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আমি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের কোচের দায়িত্ব পালন করছি। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-এর জেলা পর্যায় থেকে শুরু থেকে বিভাগীয় পর্যায় এবং এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে দলকে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি অনেক আনন্দিত, স্কুলের যে ছেলেগুলো গণি মডেল উচ্চ বিদ্যালয় থেকে খেলছে তারা অনেক ডিসিপ্লিন্ড। তাদের টিম ম্যানেজমেন্ট অনেক ভালো। তার জন্যে একটা ভালো রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত। কোচ হিসেবে খেলোয়াড়দেরকে যেভাবে বলেছি, ছোট্ট ছোট্ট যে ভুলগুলা করতো সেটা সংশোধন করার জন্যে খেলোয়াড়রা চেষ্টা করেছে অনেক। যার জন্যে আরো ভাল লেগেছে। গণি স্কুলের দায়িত্বটা পেয়ে আমি খুব গর্বিত। কেননা আমি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম একসময়। স্কুলের হেডমাস্টার স্যার সহ সকল স্যারকে অনেক অনেক ধন্যবাদ।

তিনি বলেন, কোচ হিসেবে সব সময় আমার একটাই চিন্তা থাকে, সেটা হলো খেলোয়াড়রা যেনো সবসময় নিচের ইন্ডিভিজ্যুয়াল পারফরম্যান্স করে একটা ভালো জায়গায় যেতে পারে। তার জন্যে পরিশ্রম, চেষ্টা আর ধৈর্য রেখে যেনো এগিয়ে যায়। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট থেকেই অনূর্ধ্ব ১৭ ন্যাশনাল ক্যাম্পে ডাক পাওয়ার সুযোগ থাকে এবং জাতীয় স্কুল ক্রিকেট ন্যাশনাল ক্যাম্পের সুযোগ থাকে। এখান থেকেই ভালো ভালো পর্যায়ে খেলোয়াড়রা অনেক সুযোগ পেয়ে থাকে। খেলোয়াড়দের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মা বাবার স্বপ্ন পূরণ করতে হলে পড়ালেখার বিকল্প যেমন কিছু নেই, তেমনি পাশাপাশি খেলাধুলার কোনো বিক্কল্প নেই ভাই।

মনোযোগ সহকারে step by step করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়