প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০
বাংলাদেশ ক্রিকেট দলের স্বীকৃত সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। যাত্রা শুরু করে ২০১৩ সালের ২৩ মে। রাজধানীর ক্রিকেটার্স কিচেনে ২৬ মে শুক্রবার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাননীয় সভাপতি নাজমুল হাসান, এমপি।
এছাড়া বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন, বিসিবি পরিচালকদের মধ্যে ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ রশীদ নিজাম, ইফতিখার আহমেদ মিঠু উপস্থিত ছিলেন। প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে ছিলেন জাভেদ ওমর বেলিম। বিসিবি আম্পায়ারদের মধ্যে ছিলেন মাসুদুর রহমান মুকুল।
বিসিএসএ সভাপতি জুনায়েদ পাইকার, সাধারণ সম্পাদক শারফুদ্দিন আহমেদ, সহ-সভাপতি তানভীর আহমেদ ও জাহিদুর রহমান চৌধুরী ছাড়াও বিসিএসএ-এর শতাধিক সদস্য উৎসবমুখর পরিবেশে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিএসএ-এর যুক্তরাজ্য শাখার সভাপতি আবদুস সালাম।
বিশেষ অবদানের জন্য উক্ত অনুষ্ঠানে ৩০ জন সদস্যকে ‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া ৬ জন সদস্য পান আজীবন সম্মাননা স্মারক। উপমহাদেশের সেরা সমর্থক গোষ্ঠী হিসেবে পরিচিত বিসিএসএ ইয়েলো আর্মির প্রতিনিধিত্ব করা ৩ জনকে দেওয়া হয় 'ইয়েলো গ্যালারি অ্যাওয়ার্ড'।
দেশে ও দেশের বাইরে বাংলাদেশ দলকে সাপোর্ট করার জন্য বিসিএসএ-এর ভূয়সী প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি আগামী দিনেও বিসিএসএ-এর এমন কার্যক্রম কে দেশের ক্রিকেটের পাশে চান।
দশ বছর পেরিয়ে একাদশে এসে পৌঁছাল বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের পাশে থাকার জন্যই বিসিএসএ-এর পথচলা। টাইগারদের পদচারণা যেখানে, দেশ কিংবা বিদেশ, সেখানেই লাল-সবুজের পতাকা উড়িয়ে গর্জন দিতে উপস্থিত হয়ে যায় বিসিএসএ-এর সদস্যরা। টেস্ট কিংবা বিশ্বকাপ যেকোন ম্যাচে ড্রাম, ব্যানার, ফেস্টুন নিয়ে হলুদ জার্সি গায়ে জড়িয়ে গ্যালারিতে হাজির একদল ইয়েলো আর্মি, লক্ষ্য একটাই টাইগারদের সমর্থন। টাইগারদের সমর্থনে তাদের মাঠ ও মাঠের বাইরের উপস্থিতি অসাধারণ।
বাংলাদেশের ক্রিকেটকে নিঃস্বার্থভাবে ভালোবাসার স্বীকৃতসরূপ ‘বিসিএসএ’ ২০১৫ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন পায়।
বইয়ের নাম ‘মাশরাফি’, বইটির প্রকাশক বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। এছাড়া বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখা অধিনায়কদের নিয়ে বই ‘বাংলাদেশের অধিনায়ক’। শহীদ জুয়েলের স্মরণে বই ‘ক্রীড়াঙ্গন থেকে রণাঙ্গন’। দেশের ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। তাদের নিয়েও বিসিএসএর প্রকাশনায় উন্মোচন হয়েছে বই ‘চ্যাম্পিয়ন’। এসবই যেন মাঠের লড়াইকে বইরের পাতায় রূপ দিতে বিসিএসএ-এর অনন্য প্রচেষ্টা।