শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০

বিসিবি অনূর্ধ্ব-১৭ চ্যালেঞ্জ ট্রফিতে শাহিদ আফ্রিদী
ক্রীড়া প্রতিবেদক ॥

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৭ চ্যালেঞ্জ ট্রফির প্রাথমিক পর্বের বাছাইতে সুযোগ পেলেন চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমীর খেলোয়াড় মোঃ শাহিদ আফ্রিদী। তার বাবার নাম আনোয়ার দেওয়ান। বসবাস করেন চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায়। চাঁদপুর আল-আমিন একাডেমীর দশম শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি খেলাধুলার সাথে জড়িত রয়েছেন। চাঁদপুর অনূর্ধ্ব-১৪ দলেও তিনি খেলেছেন। বর্তমানে জেলার অনূর্ধ্ব-১৬ দলের একজন নিয়মিত ক্রিকেটার। ডান হাতে ব্যাটংয়ের পাশাপাশি ডান হাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন।

চাঁদপুর জেলা দলের হয়ে চলতি বছর অনূর্ধ্ব-১৬ ক্রিকেট খেলতে গেলে তিনি চট্টগ্রামে কর্মরত বিসিবির ক্রিকেট কোচদের নজরে পড়েন। খেলা শেষে ওই কর্মকর্তারা তাকে বিভাগীয় ক্রিকেটের প্রথম ৪দিন ও ১০ দিন ক্যাম্পে অনুশীলন করার সুযোগ দেন। বিভাগীয় পর্যায়ের সেই ক্যাম্পে প্রথম ৪দিনে অংশ নিয়েছিলেন তিনি সহ চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৫০ জন ক্রিকেটার। পরবর্তী ১০ দিনের প্রশিক্ষণে তিনি সহ সুযোগ পান ২০ জন ক্রিকেটার।

চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৭ ক্রিকেটে সুযোগ পাওয়া এ ক্রিকেটার ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে তার ভাইয়ের মাধ্যমে ভর্তি হন। গত ৪ বছর ধরে একাডেমীর প্রতিষ্ঠাতা শামিম ফারুকী এবং কোচ পলাশ কুমার সোমের তত্ত্বাবধানে অনুশীলন করে যাচ্ছেন।

চাঁদপুরে ক্রিকেটের কর্ণধার ও বিসিবির কোচ শামিম ফারুকীর সাথে আলাপকালে তিনি বলেন, চট্টগ্রাম বিভাগে অনূর্ধ্ব-১৭ দলের জন্যে ৩টি দল নিয়ে খেলা হবে ৩১ তারিখ। ৩০ তারিখ ক্রিকেটারগণ কোচের কাছে রিপোর্ট করবেন। দলগুলো হচ্ছে সবুজ, লাল ও ব্লু দল। শাহিদ আফ্রিদী সবুজ দলের হয়ে খেলবে। এই তিন দলের থেকেই মোট ২৪ জন ক্রিকেটার বাছাই করা হবে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৭ ক্রিকেট দলের জন্যে। শাহিদ আফ্রিদ্রী মোটামুটি তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দলে সুযোগ পেতে পারেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়