প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০
তিনি এমন ভাব দেখান যে, তিনিই চাঁদপুরের একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব, আর কেউ খেলাধুলা করে না আর কোনো ক্রীড়া সংগঠক নেই। যারা স্পোর্টস্ রিপোর্টিংয়ের সাথে জড়িত রয়েছে, তারা শুধু তার পক্ষেই রিপোর্ট করতে হবে, অন্য কোনো ক্লাবের বা অন্য কোনো খেলোয়াড়ের রিপোর্ট করলেই তার মাঝে সমস্যা দেখা দেয়। যখনই কোনো খেলোয়াড়ের কিংবা কোনো খেলার নিউজ কোনো পত্রিকায় প্রকাশিত হয়, তখন তিনি রাগে-ক্ষোভে ফেটে পড়েন। তেমনি একটি ঘটনা ঘটেছে চাঁদপুর কণ্ঠের ক্রীড়া প্রতিবেদকের সাথে।
চলতি মে মাসের প্রথম সপ্তাহে ক্রীড়াকণ্ঠ প্রকাশিত হয়। সেই পাতাটিতে চাঁদপুরের দু প্রমীলা ফুটবলার সুযোগ পেয়েছেন বিকেএসপিতে এবং চাঁদপুর শিশু পরিবারে অনুশীলনরত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক’টি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে সোনালী অতীত ক্লাবের কর্ণধার হিসেবে নিজেকে মনে করা সাবেক ফুটবলার জাহাঙ্গীর গাজী চাঁদপুর কণ্ঠ প্রতিবেদকের সাথে মুঠোফোনে রুঢ় আচরণ করেন। মুঠোফোনে প্রতিবেদককে তিনি ধমকাতে থাকেন- এ ধরনের প্রতিবেদন কেনো ছাপানো হলো?
এছাড়া গত রোববার বিকেলে চাঁদপুরের সাবেক একজন ফুটবলার (বর্তমান ফুটবল কোচ)-এর সাক্ষাৎকার নেয়ার জন্যে চাঁদপুর স্টেডিয়ামে উপস্থিত হলে এই প্রতিবেদককে দেখে জাহাঙ্গীর গাজী অনেকটা ক্ষিপ্ত হয়ে যান। প্রতিবেদক ও সাবেক ফুটবলার চাঁদপুর স্টেডিয়ামে বসে কথা বলছিলেন। এ সময় তিনি সোনালী অতীত ক্লাবের জানালা দিয়ে দেখে ওই ফুটবলারকে ফোন দেন যেনো ক্রীড়া সাংবাদিকের সাথে কথা না বলে।
জাহাঙ্গীর গাজী ওই সময় মুঠোফোনে বলতে থাকেন, এই সাংবাদিককে স্টেডিয়াম এলাকায় আসতে দেয়া যাবে না। আর আমার সোনালী অতীত ক্লাব ও আউটার স্টেডিয়ামে যেনো না আসে।
চাঁদপুর আউটার স্টেডিয়াম এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে চাঁদপুর সোনালী অতীত ক্লাবটি যে জায়গায় অবস্থিত, জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত দুটি ক্লাবের জায়গাতেই সেটির কার্যক্রম চলছে। এর মধ্যে একটি অংশ পুরাণবাজার নিতাইগঞ্জ ক্রীড়াচক্রের। ক্লাবটির কার্যক্রম শুরু হওয়ার পরে ওইখানে বেশ ক’মাস জুয়া খেলার প্রচলন ছিলো। ক্লাবটির দোতলা এবং নিচতলায় বহিরাগতরা এসে জুয়া খেলতো। চাঁদপুর স্টেডিয়াম এলাকার লোকজন এবং সাবেক ফুটবলাররা এ প্রতিবেদককে জানিয়েছেন, সাবেক ফুটবলারদের নিয়ে চাঁদপুর সোনালী অতীত ক্লাব। জাহাঙ্গীর গাজী দাবি করেন তার ক্লাব, যেটা সত্য নয়।
সাবেক ফুটবলার ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদক, নিতাইগঞ্জ ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক বোরহান খানের সাথে এই প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, সোনালী অতীত ক্লাব যেখানে অবস্থিত সেখানে নিতাইগঞ্জ ক্লাবের জায়গা রয়েছে। ক্লাবটিতে যে জুয়াখেলা চলতো এ বিষয়ে তিনি জানতেন না। জাহাঙ্গীর গাজী যে দাবি করে তার ক্লাব ও সাংবাদিককে আসতে দেবে না- এটা ঠিক নয়।