প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০
শরীর চর্চা এখন আর বিলাসিতা নয়। প্রাত্যহিক জীবনে সুস্থ ও কর্মমুখর থাকতে শরীর চর্চার বিকল্প নেই। শরীর চর্চায় আগ্রহী এখন সববয়সী মানুষ। নিয়ম মেনে যথোপযুক্ত কৌশলে শরীর চর্চা করতে ফরিদগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে পাওয়ার পয়েন্ট জিম।
উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ এ আর হাইস্কুল গেইটে জয়া প্লাজার তৃতীয় তলায় অত্যাধুনিক শরীর চর্চাকেন্দ্র পাওয়ার পয়েন্ট জিম সেন্টারটি গড়ে তোলেন ক্রিকেটার সাদ্দাম হোসেন।
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট খেলা সাদ্দাম নিজের শরীর চর্চার পাশাপাশি সকল বয়সী মানুষের দেহ সুস্থ রাখার প্রয়াসে জিম সেন্টারটি গড়ে তুলেছেন। এপ্রিলের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকৃত জিম সেন্টারটিতে ইতোমধ্যে এসে শরীর চর্চা করা শুরু করেছেন বিভিন্ন বয়সী যুবকেরা।
ফরিদগঞ্জের জয়া প্লাজায় ৩ হাজার বর্গফুটের এই জিম সেন্টারটিতে আছে রানিং মেশিন, সাইক্লিং, ড্রামবেলসহ শরীর চর্চার সব আয়োজন। পরিপূর্ণ বডি বিল্ডিংয়ে এবং শরীরচর্চায় যা কিছু প্রয়োজন সবই রয়েছে এখানে।
জিম পরিচালক সাদ্দাম হোসেন ক্রীড়াকণ্ঠকে জানান, ‘বর্তমান সময়ে অতিমাত্রার মেদভুঁড়ি সকল বয়সীর জন্যে একটা বড় সমস্যা। এছাড়া পারিবারিক এবং সাংসারিক জীবনের নানামুখী মানসিক চাপ অনেকাংশেই বেশি। এর প্রভাব শুধু মনের ওপরই নয়, শরীরের ওপরেও পড়ে। যে কারণে একসময় শরীরের কোষগুলো সজীবতা হারিয়ে ফেলে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত শরীর চর্চার কোনো বিকল্প নেই। পাওয়ার পয়েন্ট জিমের শারীরিক কসরত শরীরকে শতভাগ ফিট রাখার পাশাপাশি জিমের নানামুখী কৌশলে মনকে সতেজ, প্রাণবন্ত ও প্রাণচঞ্চল করে। আর এ কারণে জিমের প্রতি আকৃষ্ট হচ্ছে অনেকেই।
জিমের প্রশিক্ষক জানান, ফরিদগঞ্জের একমাত্র আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আমাদের জিম সেন্টারে শরীর ও মনকে সার্বক্ষণিক কর্মক্ষম ও প্রাণচঞ্চল করে তুলতে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে।