প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে ‘স্বপ্নছায়া’ সামাজিক সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে এপ্রিল (শুক্রবার) বিকেল চারটায় কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় কালির বাজার ফুটবল একাদশ বনাম স্বপ্নছায়া স্পোর্টিং ক্লাব একাদশ।
স্থানীয় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রয়াসে আয়োজিত নব্বই মিনিটের প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্নছায়া স্পোর্টিং ক্লাব একাদশকে ২-৩ গোলে হারিয়ে জয়লাভ করে কালির বাজার ফুটবল একাদশ। খেলায় আগত দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় মাঠের চার পাশ এবং পুরো খেলার মাঠ ভরপুর হয় ফুটবল উন্মাদনায়।
স্বপ্নছায়া সামাজিক সংগঠনের সভাপতি মোঃ জিল্লুর রহমান জানান, যুব সমাজকে সুস্থ বিনোদনে ফিরিয়ে আনতে ঈদের পরবর্তী আমাদের আজকের এই ফুটবল ম্যাচের আয়োজন। এতে করে ঈদকে উপলক্ষ করে যারা বাড়িতে ঈদ করতে এসেছে তাদের সাথে পুনর্মিলনী হচ্ছে, সেই সাথে স্থানীয় যুব ও কিশোর বয়সী ছেলেরা ফুটবল উৎসবে মেতে উঠেছে। প্রত্যাশা করি, ভবিষ্যতে আমরা তরুণ প্রজন্মকে মোবাইল গেইমিং, জুয়া, মাদক ইত্যাদি থেকে দূরে রাখতে আরো বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনের চেষ্টা করতে পারবো।