শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০

‘ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব’ ও ‘নাইনটি-নাইন স্পোর্টস্ ক্লাবে’র দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান ও পুনর্মিলনী
শামীম হাসান ॥

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদগঞ্জ নাইনটি-নাইন স্পোর্টস্ ক্লাব ও ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৮ এপ্রিল (শুক্রবার) সকালে ক্রীড়ানুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনের শুরুতে ‘ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব’ ও ‘নাইনটি-নাইন স্পোর্টস্ ক্লাবে’র মধ্যকার ক্রিকেট ম্যাচে টচে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ‘ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব’। ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারের খেলায় ১১৯ রান সংগ্রহ করে নাইটি-নাইন স্পোর্টস্ ক্লাব একাদশ। ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে আল-আমিন বাপ্পির প্রথম উইকেট হারায় স্পোর্টস্ ক্লাব। পরে ব্যাটস্ম্যান মিরাজের অর্ধশত রানের ইনিংসে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌছলেও শেষটা ভালো হয়নি। অবশেষে ২ রানে জয় পায় নাইনটি-নাইন স্পোর্টস্ ক্লাব।

বিকেলে ফুটবলে মুখোমুখি হয় নাইনটি-নাইন স্পোর্টস্ ক্লাব ও ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব। ২৫ মিনিট করে ৫০ মিনিটের খেলায় প্রথমার্ধে ১-০ তে এগিয়ে যায় নাইনটি-নাইন স্পোর্টস্ ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একটি গোল করে। কয়েক মিনিটের ব্যবধানে তরিকুলের ভেল্কিতে পর পর দুটি গোল করে ম্যাচে ফিরে স্বাগতিক ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব। গোল সমতায় ৫০ মিনিটের খেলা শেষ হলে অতিরিক্ত ৪ মিনিটের খেলার শেষ মুহূর্তে পুনরায় তরিকুলের ভেল্কিতে আরো একটি গোল হলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব এবং চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।

পুরো ক্রীড়ানুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, নাইনটি-নাইন স্পোর্টস্ ক্লাবের সভাপতি আব্দুর রহমান হিমেল, সাধারণ সম্পাদক আহসান হাবীব, ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সহ ফরিদগঞ্জ স্পোর্টস্ ক্লাব ও নাইনটি-নাইন স্পোর্টস্ ক্লাবের সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়