শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ মে ২০২৩, ০০:০০

প্রমীলা ফুটবলারদের নিয়মিত অনুশীলন চলছে সরকারি শিশু পরিবারে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর শহরের মঠখোলা এলাকার সরকারি শিশু পরিবারে নিয়মিতভাবে চলছে প্রমীলা ফুটবলারদের অনুশীলন। ২০১৯ সালের পর থেকে শিশু পরিবারের চলছে এই অনুশীলন। বর্তমানে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে কিংবা আউটার স্টেডিয়ামে নিয়মিত ফুটবল কিংবা অন্যান্য ক্রীড়াভিত্তিক ইভেন্টের খেলাগুলো না হলেও চাঁদপুরের দুটি একাডেমির পাশাপাশি জেলা শহরের শিশু পরিবারেই একমাত্র ফুটবলারদের নিয়ে অনুশীলন চলতে দেখা গেছে। প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু পরিবারের সদস্যরা অনুশীলন করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, খেলার মাঠে উপস্থিত পরিবারের বিভিন্ন বয়সী সদস্যরা। এর মধ্যে কেউ ফুটবল অনুশীলন করছেন সহকারী তত্ত্বাধায়ক ও ফুটবল কোচের নেতৃত্বে, আবার কেউ সহপাঠীদের উৎসাহ সহ অন্য খেলায় মগ্ন রয়েছেন। এই শিশু পরিবারের সদস্যরা চাঁদপুর জেলা শহর সহ দেশের পার্বত্য অঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দা। জানা যায়, এতিম শিশুদের মধ্যে যাদের বয়স ৬ থেকে ৯বছর, তাদেরকে এখানে ভর্তি করানো হয়। সরকারিভাবে তাদেরকে ১৮ বছর বয়স পর্যন্ত সকল সুযোগ-সুবিধা সহ পড়ালেখার ব্যবস্থা করা হয়। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের পরিচালনায় এ প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

১ মে সোমবার বিকেলে চাঁদপুর সরকারি শিশু পরিবার এলাকায় খেলার মাঠে সরজমিনে গিয়ে দেখা যায় যে, সেখানকার ছাত্রী এম্যাওয়াই মারমা, দঃহলাচিং মারমা, শৈখ্যাইউ মারমা, খিংকিংওয়াই মারমা, নুসাইনু মারমা, মেঘলা রবিদাস, মারজাহান আক্তার, কুলসুমা আক্তার, তাহমিনা আক্তার, উম্মে হানি, সেজুতি চৌধুরী, উলিপ্রু মারমা ও নুয়ইপ্রু মারমা ফুটবল অনুশীলনে ব্যস্ত রয়েছেন। তাদের সার্বিক তত্ত্বাবধান ও দেখাশোনার দায়িত্বে রয়েছেন প্রতিষ্ঠানের সহকারী তত্ত্বাবধায়ক মোঃ আনোয়ার হোসেন। আর খেলোয়াড়দের কোচিংয়ের দায়িত্বে দেখা গেছে ঢাকার মাঠ কাঁপানো ফুটবলার, চাঁদপুর কিশোর ফুটবল একাডেমির প্রধান ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ ইউসুফ বকাউল।

খেলার মাঠে এম্যাওয়াই মারমা এ প্রতিবেদেকের সাথে আলাপকালে জানান, সে এ প্রতিষ্ঠানে গত ৭ বছর ধরে সরকারের সকল সুযোগ-সুবিধা নিয়ে রয়েছে। গত ৪ বছর ধরে এই খেলার মাঠে সে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। ফুটবল কোচ ও সহকারী তত্ত্বাবধায়কের মাধ্যমে তারা নিয়মিত মাঠে অনুশীলন করে যাচ্ছে। সে জানায়, এখানে পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলার সকল কিছুুতেই সহযোগিতা পাচ্ছি। আমরা আশা করি, আমাদের অনুশীলন যদি নিয়মিতভাবে ধরে রাখতে পারি, তাহলে বিকেএসপি সহ ঢাকার বিভিন্ন দল এমনকি জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারি।

প্রতিষ্ঠানের আবাসিক ছাত্রী পঞ্চম শ্রেণীতে পড়ুয়া খিংকি ওয়াই মারমা এ প্রতিবেদককে জানান, আমি তিন বছর ধরে এখানে নিয়মিত অনুশীলন করে যাচ্ছি। স্কুলে পড়াশোনার পাশাপাশি প্রতিষ্ঠানের অন্যান্য কাজকর্ম শেষ করে নিয়মিত দুপুরের পর মাঠে চলে আসি খেলার জন্যে। আমি গোলকিপার হিসেবে ফুটবল খেলছি। আমার কাছে সরকারি এ শিশু পরিবারের সকল কার্যক্রমই ভালো লাগছে। এখানকার যারাই বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা আমাদের সকল কিছুর ব্যাপারে নিয়মিত খোঁজ-খবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

প্রতিষ্ঠানের সহকারী তত্ত্বাবধায়ক মোঃ আনোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, এখানে এতিম ৬ থেকে ৯ বছর বয়সী শিশুরা ভর্তি হয়ে আসে। ভর্তিকৃত সকলেই সরকারের সকল ধরনের সহযোগিতা পেয়ে থাকে। এখানে তো আগে ছেলে ও মেয়েরা একসাথে থাকতো। ২০০৮ সালে এখান থেকে ছেলেদেরকে লক্ষ্মীপুর পাঠানো হয়। তারপর থেকে চাঁদপুরের এই প্রতিষ্ঠানে শুধুমাত্র মেয়েরাই রয়েছে। ২০১৯ সালে চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক ও এই প্রতিষ্ঠানের মনিটরিং কমিটির সভাপতি মাজেদুর রহমান স্যার মেয়েদের খেলাধুলার ব্যাপারে উদ্যোগ নেন। এখানে অনুশীলনরত প্রমীলা ফুটবলাররা জাতির পিতা বঙ্গবন্ধু আন্তঃপ্রাইমারি ও বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব গোল্ডকাপের জেলা পর্যায়ের খেলায় চাঁদপুর পৌরসভা দলের হয়ে খেলেছেন। মাজেদ স্যার ২০১৯ সালে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ ইউসুফ বকাউলকে এখানে ফুটবল কোচ হিসেবে অনুশীলন করানোর দায়িত্ব দেন। এরপর থেকেই ওই কোচের মাধ্যমে মেয়েরা নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। আমাদের এখানে অনুশীলনরত দুজন প্রমীলা ফুটবলার ইতঃমধ্যে বিকেএসপিতে মাসব্যাপী প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। যারাই ফুটবলের সাথে জড়িত রয়েছে, তারা সকলেই খেলাধুলার প্রতি অনেক আন্তরিক।

চাঁদপুর শিশু পরিবারের প্রমীলা ফুটবলারদের প্রিয় কোচ হিসেবে পরিচিত সাবেক ফুটবলার, জেলার ফুটবল কোচ ইউছুফ বকাউল এ প্রতিবেদককে জানান, আমি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ভাইয়ের মাধ্যমে এখানে আসি। আমি আসার পর এখানকার মেয়েদেরকে নিয়ে ফুটবলের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ শুরু করি। যারাই প্রশিক্ষণ নিচ্ছে, তাদের সকলেরই খেলার প্রতি অনেক আন্তরিকতা রয়েছে। প্রতিষ্ঠানের বিশেষ কোনো কাজ ছাড়া এই মাঠে অনুশীলনরত প্রমীলা ফুটবলাররা নিয়মিতই বিকেল বেলা খেলার জন্যে মাঠে চলে আসে। আমাদের এই মাঠেরই দুজন বয়সভিত্তিক প্রমীলা ফুটবলার বিকেএসপির তৃণমূল পর্যায়ের মাসব্যাপী প্রশিক্ষণে সুযোগ পেয়েছে। এদের সাথেরই একজন আমার কাছে অনুশীলন করতো, যার নাম জুঁই। সে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের হয়ে চলতি সপ্তাহেই সিঙ্গাপুর থেকে খেলে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়