শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

ছোটকাল থেকে ক্রিকেট খেলার সাথে জড়িয়ে রয়েছেন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে অনুশীলন করে যাচ্ছেন। জেলার বয়সভিত্তিক ক্রিকেট দলের হয়ে জেলার বাইরে এবং একাডেমীর পক্ষ থেকে নিয়মিত খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি হলেন ক্রিকেটার রাতুল দাস। বাবার নাম সুজন কুমার দাস (চাঁদপুরে আলিকো-তে কর্মরত)। বাবাও একজন ক্রিকেটপ্রিয় মানুষ। সেই প্রাইমারী স্কুলে পড়া অবস্থায় তাকে নিজে এনে ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন। পড়াশোনা করছেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। পড়াশোনার পাশাপাশি নিয়মিতভাবে ক্রিকেট অনুশীলন করে যাচ্ছেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট রক্ষক হিসেবে দলে খেলেন।

ক্রীড়া প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলায় ভালো খেলা উপহার দিয়ে সামনে এগুতে চাই। জেলা পর্যায় থেকে যদি বয়সভিত্তিক ক্রিকেট দলের হয়ে অন্য জেলাতে ভালো খেলতে পারি তাহলে বিসিবির নির্বাচকদের তালিকায় হয়তো সুযোগ পেতে পারি। আর সেই সুযোগ পেলেই বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবো। যদি সবার সহযোগিতা থাকে এবং খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই জাতীয় দলে খেলার ¯¦প্ন দেখতে পাবো। আমি যেই একাডেমিতে অনুশীলন করি সেই একাডেমীর ছাত্রই তো এখন দেশের জাতীয় ক্রিকেট দলের টি-২০ ক্রিকেট ও টেস্ট ক্রিকেট দলসহ ঢাকা বিপিএল, সিপিএলসহ অনেক বড় বড় ক্লাবে খেলছেন। এখনকার বড় কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ শামীম ফারুকী ও ক্রিকেট কোচ পলাশ কুমার সোম স্যার খেলার ব্যাপারে আমাদেরকে অনেক উৎসাহ দেন এবং বিভিন্ন পরামর্শ দেন। ৮ বছর ধরে আমি এ একাডেমীর সাথে জড়িত রয়েছি। স্কুল শেষে আমি নিয়মিত চলে আসি অনুশীলন করতে।

তিনি আরো বলেন, আমি এ বছর জেলার অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দলের হয়ে চট্টগ্রামে দলের হয়ে খেলতে যাই। এর আগে আমি জেলার বয়সভিত্তিক ক্রিকেট দল অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের হয়ে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে কুমিল্লা, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি দলের হয়ে মূল দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে খেলি। আমি অবসর সময়ে নিয়মিত টিভিতে ক্রিকেট খেলা দেখি। আমি যেনো ভালো ক্রিকেটার হতে পারি এ জন্যে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়