শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

ক্রিকেটের সাথে জড়িয়ে রয়েছেন ৫ বছর ধরে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। জেলার বয়সভিত্তিক দলের হয়ে জেলার বাইরেও বেশ ক’টি ম্যাচ খেলেছেন। তিনি হলেন ক্রিকেটার ইলিয়াছ আহমেদ হিমেল। তার বাবার নাম ফিরোজুল ইসলাম (দুবাই প্রবাসী)। পড়াশোনা করছেন চাঁদপুর শহরের আল-আমিন একাডেমীর নবম শ্রেণীতে। বসবাস করেন প্রফেসরপাড়ায় মাতাাব্বর বাড়ি রোডে। ২ ভাইয়ের মধ্যে সে সবার বড়। ২০১৯ সালে তার এলাকার সবুজের মাধ্যমে ক্লেমন ক্রিকেট একাডেমীতে ভর্তি হন। ওই সময় থেকেই এখন পর্যন্ত নিয়মিত একাডেমীতেই রয়েছেন। ডানহাতি ব্যাটসম্যান ও অফস্পিনার হিসেবে দলে অলরাউন্ডার ক্রিকেটার রূপে খেলেন।

ক্রীড়া প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, আমার ইচ্ছে ভালো ক্রিকেটার হিসেবে জাতীয় পর্যায়ে খেলার। আমি যে একাডেমীতে রয়েছি, এ একাডেমী থেকে অনেক ক্রিকেটারই জাতীয় ক্রিকেট দলসহ ঢাকার বিভিন্ন বড় বড় ক্লাবে নিয়মিত খেলছেন। এই সমস্ত সিনিয়র ক্রিকেটারকে খুব কাছ থেকে একাডেমীতে অনুশীলন করতে দেখেছি। একাডেমীর বড় স্যার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ শামিম ফারুকী, কোচ পলাশ কুমার সোম স্যার একাডেমীর ক্রিকেটারদের জন্য প্রচুর পরিশ্রম করেন। অনুশীলনের ব্যাপারে তাদের সহযোগিতা রয়েছে অনেক।

তিনি আরো বলেন, আমি ২০২১ সালে জেলার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের হয়ে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে খেলার সুযোগ পেয়েছি। আমি জেলা দলের হয়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি দলের সাথে ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আমাদের জাতীয় দলের ওপেনার বর্তমানে ড্যাশিং ব্যাটসম্যান লিটন দাসের খেলা আমার ভালো লাগে এবং পাকিস্তানের বাবর আজমের খেলা ও ব্যাটিং কৌশলগুলো সব সময় খেয়াল করি। আশা করি তাদের মতো আমিও একদিন ভালো ক্রিকেটার হিসেবে ক্রিকেট খেলবো। আমি চাই চাঁদপুরে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হোক। যদি বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলাগুলো শুরু করা হয়, তাহলে আমরা খেলার সুযোগ পাবো। জেলার অনূর্ধ্ব ১৬ দলের হয়ে এবার চট্টগ্রামে অংশ নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়