মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক ॥

চলছে পবিত্র মাহে রমজান। রোজা রেখেও খেলার ধারাবাহিকতা ধরে রাখার জন্য নেটে অনুশীলন করে যাচ্ছেন ক্লেমন ক্রিকেট একাডেমীর বেশ ক’জন ক্রিকেটার। একাডেমীর কোচ পলাশ কুমার সোমের তত্ত্বাবধানে তারা এই অনুশীলন করছেন। সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুরে তারা মাঠে চলে আসেন। শনিবার দুপুরে আউটার স্টেডিয়াম সংলগ্ন ইনডোর গ্রাউন্ডে ব্যাটিং অনুশীলন করেছেন ক্রিকেটারগণ। এরমধ্যে ছিলেন জেলার বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের ব্যাটসমান ও অলরাউন্ডার ক্রিকেটার। এরা হলেন : ইলিয়াছ, রাতুল দাস, নাহিদ, ফারদিন, আফি খন্দকার, জুবাইয়ের আহমেদ খান ও আবরার রশিদ সাফি।

অনুশীলনরত অবস্থায় ক্রিকেটারদের সাথে আলাপকালে তারা জানান, আমরা জেলার বয়সভিত্তিক দলে খেলি। রমজান মাস একাডেমী বন্ধ। আমরা কোচ পলাশ স্যারকে ডেকে আনি এবং একসাথে ক্রিকেটের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে পরামর্শ করি। খেলার ধারাবাহিকতা ও ফিটনেস ধরে রাখার জন্য চেষ্টা করি অনুশীলন চালিয়ে যেতে। আমাদের দেশে রমজানেও তো ক্রিকেট খেলা হয়, যদিও চাঁদপুরে হয় না। আমরা যে নিয়মিত অনুশীলন করছি, যদি জেলাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হতো তাহলে আমাদের অনুশীলন কাজে লাগতো এবং ক্যারিয়ারের জন্যে অনেক ভালো হতো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়