শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০

শিকিরচর প্রিমিয়ার লীগ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার প্রদান
মাহবুব আলম লাভলু ॥

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন মোঃ আরিফ উল্লাহ সরকার বলেছেন, খেলাধুলা যেমন মানুষের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়, তেমনি অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখে। যুব সমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধ প্রবণতা থেকে দূরে থাকতে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।

তিনি শুক্রবার (১০ মার্চ) বিকেলে উত্তর শিকিরচর বেড়িবাঁধ সংলগ্ন মাঠে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর প্রিমিয়ার লীগ মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ ( সিজন-৪)-এর ফাইনাল ম্যাচের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সূর্যোদয় স্পোটিং ক্লাবকে হারিয়ে শিকিরচর একাদশ চ্যাম্পিয়ন হয়।

তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্যে সকল শিক্ষার্থী ও যুবকরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।

সমাজসেবক মোঃ মোহন সরকারের সভাপতিত্বে ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মম আহমেদ, আমেরিকা প্রবাসী লায়লা সরকার, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, ছেংগারচর পৌরসভার সহায়ক মোঃ আলী নূর বেপারী, যুবলীগ নেতা মোঃ হারিছ খান, আসাদুজ্জামান সরকার মিল্টন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাজিব মিয়া, আয়োজক মোঃ রিফাত উল্যাহ সিয়াম ও মোঃ মেহেদী হাসান জুম্মন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়