প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে পটুয়াখালীতে ৪১তম চ্যাম্পিয়নশীপ ক্রিকেটে অংশ নিয়েছে চাঁদপুর জেলা ক্রিকেট দল। দলটি বৃহস্পতিবার পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা করে। দলটিকে বিদায় জানান এবং খেলোয়াড়দের সাথে খেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য শেখ আবদুল মোতালেব। ১৮ সদ্যসের দলটি শুক্রবার পটুয়াখালীতে পৌঁছে।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়, কোচ ও কর্মকতারা হলেন : সাদ্দাম হোসেন (অধিনায়ক), ফজলে রাব্বি (সহ-অধিনায়ক), হানিফ ঢালী হিরা, মাসুদ মোল্লা, জিসান, তোফায়েল মাল, সাইফুদ্দিন বাবু, তন্ময় পাঠান, আল রাহাত সাকিব, ওমর শরীফ রিয়াদ, ফাহাদ হোসেন, সিহাদ, রাফি, তোফায়েল ও রবিন সরকার। কোচ মোশারফ বাবু, টিম ম্যানেজার এসএম রাসেল ও ট্রেইনার সাইফ সোহাগ।
চাঁদপুর জেলা ক্রিকেট দলটি গত শনিবার প্রথম ম্যাচে অংশ নেয় জামালপুরের সাথে। গতকাল সোমবার অংশ নেয় মানিকগঞ্জের সাথে। আগামী ১৭ মার্চ খাগড়াছড়ির সাথে পটুয়াখালীতেই শেষ ম্যাচে অংশ নিবে।
দলের কোচ মোশারফ বাবু জানান, আমরা জেলার উদীয়মান ক্রিকেটারদের নিয়ে সিনিয়রদের সাথে আলাপ করে দল গঠন করেছি। আমাদের দলে বেশ ক’জন ভালো ক্রিকেটার রয়েছে। আশা করি তারা যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে আমরা ৩টি ম্যাচে জয়লাভ করতে পারবো।
দলের টিম ম্যানেজার ও সাবেক ক্রিকেটার রাসেলের সাথে আলাপকালে তিনি জানান, আমাদের বর্তমান দলের খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়নশীপ ক্রিকেট উপলক্ষে বেশ ক'দিন ধরে নিয়মিত অনুশীলন করা হয়েছে চাঁদপুর স্টেডিয়ামে। দলে যারা রয়েছেন, তারা সকলেই ক্রিকেটের প্রতি অনেক আন্তরিক। দলের প্রত্যেক খেলোয়াড়ই বেশ ক'বছর ধরে বিভিন্ন ক্লাবের হয়ে মাঠে নিয়মিত খেলে যাচ্ছেন। আশা করি পটুয়াখালীতে আমরা ভালো কিছু করতে পারবো।
উল্লেখ্য, এর আগেরবার জেলা দলটি নড়াইলে গিয়েছিলো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশ নিতে। জেলা ক্রীড়া সংস্থার প্রায় ৪ লাখ টাকার মতো খরচ হলেও তেমন ভালো কোনো রেজাল্ট আনতে পারেনি। এবার কী করবে দলটি--সেই অপেক্ষাই জেলাবাসীর।