প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০
নোয়াখালীতে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের ৩ ম্যাচ সিরিজে জয়ী হয়েছে ক্লেমন ক্রিকেট একাডেমি চাঁদপুর। গত ২ মার্চ থেকে শুরু করে ৪ মার্চ বেগমগঞ্জ ক্রিকেট একাডেমীর আমন্ত্রণে খেলতে যায় চাঁদপুরের দলটি। নোয়াখালীর বেগমগঞ্জ মাঠেই এ খেলাগুলো অনুষ্ঠিত হয়।
গত ২ মার্চ বৃহস্পতিবার প্রথম ম্যাচে বেগমগঞ্জের সাথে টস জিতে চাঁদপুর অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল ব্যাটিং করে। তারা ৪১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৭৭ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে ইলিয়াস ৬০, ফারদিন ৫০, রাতুল ১৫ ও আফি ১৫ রান করেন।
বেগমগঞ্জ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল ১৭৮ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪৪ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১১২ রান করেন। চাঁদপুরের পক্ষে বল হাতে ফারদিন ২, শ্রাবণ ২ ও সানজিদ ২টি করে উইকেট নেন। চাঁদপুর ৬৬ রানে জয় পায়।
চাঁদপুরের দলটি ৩ মার্চ শুক্রবার দ্বিতীয় ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নামে। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে রাতুল ৫২, শাওন ৩০, আদনান ২৫ ও ফারদিন ২৩ রান করেন।
বেগমগঞ্জ একাডেমী ১৮০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ৪৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৩৩ রান করেন। চাঁদপুরের পক্ষে বল হাতে ইলিয়াস ৪ ও ফারদিন ৩টি করে উইকেট নেন। চাঁদপুর ৪৭ রানের জয় পায়।
সিরিজের ৩য় ম্যাচে ৪ মার্চ শনিবার টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর। চাঁদপুর ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে ইয়াসিন ৪০, রাতুল ৩০ ও ইলিয়াস ৩০ রান করেন।
বেগমগঞ্জ একাডেমী ১৯ ওভার ৩ বলে সবক'টি উইকেট হারিয়ে ১৩৩ রান করে। চাঁদপুরের পক্ষে বল হাতে ইয়াসিন ৩ টি উইকেট নেন। চাঁদপুর ২০ রানে জয় পায়।
চাঁদপুর দলের কোচ পলাশ কুমার সোম এ প্রতিবেদকে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে যে এইজ লেভেলের খেলাগুলো হয়, অনূর্ধ্ব -১৪,১৬,১৮ বয়সভিত্তিক দলের। জেলা পর্যায়ের দলগুলোর খেলোয়াড়দের নিয়ে প্রতিবছরই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন একাডেমীর সাথে আমাদের একাডেমির থেকে আমরা বিভিন্ন ম্যাচের আয়োজন করি। খেলোয়াড়দেরকে অন্য ভেন্যুতে খেলার অভ্যাস এবং বিভিন্ন খেলোয়াড়দের সাথে খেলার পার্থক্য নিয়ে কাজ করার জন্যই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে। খেলার মাঠে যেই সমস্ত খেলোয়াড় খেলায় ভুল করে পরবর্তীতে সেই ভুলগুলো ধরেই কার্যক্রম নিয়ে কাজ করে যাচিছ। খেলোয়াড়রা প্র্যাক্টিসের সময় মনোযোগ দিয়ে প্র্যাক্টিস করতে হবে।
একটা মা-বাবার স্বপ্নই থাকে আমার ছেলেটা যেনো একটা না একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলে
আর আমাদের কোচদের একটা চাওয়া পাওয়া, যাদেরকে নিয়ে আমরা কাজ করি তারা যেনো একটা না একটা দিন একটা ভালো জায়গায় যায়।
আর এর জন্য পরিশ্রম করতে হবে ও পাশাপাশি ধৈর্য্য ধরতে হবে। তাহলে একদিন না একদিন ঈশ্বর ভালো একটা জায়গায় নিয়ে যাবে।
চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি দলের খেলোয়াড়রা হলেন : ফারদিন, ইলিয়াস, মামুন, আফি, আদনান, শাওন, জাহিন, সানজিদ, শ্রাবণ, অনিমেশ, ইয়াসিন, রাতুল, নাফি, মিহাদ। কোচ : পলাশ কুমার সোম।