প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার পালপাড়া যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও দিনব্যাপী মিশন রোড বালুর মাঠে টুর্নামেন্টটি আয়োজন করা হয়, যাতে চারটি দল অংশ নেয়।
ফাইনাল খেলায় অংশ নেয় সিপি স্টার বনাম চাঁদপুর সুপার সিক্সার্স। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিপি স্টার। তারা নির্ধারিত ১০ ওভারে ৬৩ রান করে। ৬৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চাঁদপুর সুপার সিক্সার্স ওভারের শেষ বলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া টিম বাংলাদেশ ও ওয়ান বাংলাদেশ দল খেলায় অংশ নেয়। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ইউনুস শোয়েব, বিশিষ্ট সমাজসেবক আজিজ খান, পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমিন গাজী, চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মিনি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়া ৪ দলের খেলোয়াড়রা হলেন : চাঁদপুর সুপার সিক্সার্স : ফয়সাল, মামুন, তারেক, সোহেব, সকাল, ফরহাদ, অন্তু, সাগর, সুমন কাকা, নকিব, সম্পদ, জিহাদ ও সোহেল।
সিপি স্টার : হাবিব, শুভ, সজিব, মুন্না, শাওন, নাজিম, ইবু, আমিন, অনিক, নাহিদ, শরিফ, রায়হান ও আফতাব।
টিম বাংলাদেশ : রাব্বি, সুজন, মিনহাজ, সুমন, মিজান, আল-আমিন, রাজু, হেলাল, রুবেল, মুন্না, ইমন, নোবেল ও রাতুল।
ওয়ান বাংলাদেশ : রনি, শুভ, মাকসুদ, জুকি, সিয়াম, সিয়ামণ্ড২, রাকিব, সোহান, সাব্বির, নায়েব, রায়হান, জুম্মান ও মেহেদী।
টুর্নামেন্ট আয়োজকদের মধ্যে আল-আমিন, মুন্না, ফয়সাল, রাব্বি ও রনি এ প্রতিবেদককে জানান, আমরা আমাদের পাড়ার এবং আশেপাশের এলাকার বন্ধুদের নিয়ে প্রতিবছরই এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করছি। এ নিয়ে আমাদের এ আয়োজন ৪র্থ বারের মতো। আমরা এ টুর্নামেন্ট উপলক্ষে বছরের একদিন পাড়ার ছোট-বড় সকলকে নিয়ে খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এতে করে আমাদের মাঝে একটি বন্ধনের সৃষ্টি হয়। যারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেনি, তারা অতিথি হিসেবে আমাদের সাথে মাঠে উপস্থিত ছিলেন। আমাদের এ ধারাবাহিকতা সবসময়ই থাকবে। আমরা যাতে আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, সেজন্যে সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।