শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টনে শিরোপা জয়ী খোরশেদ ও সুমন জুটি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। চাঁদপুর জেলা জজ আদালত চত্বরে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিরোপা জয়লাভ করেন অ্যাডঃ খোরশেদ আলম ও অ্যাডঃ সুমন জুটি। রানার্সআপ হয়েছেন অ্যাডঃ হিমেল ও অ্যাডঃ কাউছার জুটি।

জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবীদের নিয়ে লীগ পদ্ধতিতে এ খেলাগুলো অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে ডাবল ৮টি জুটিতে অংশ নিয়েছিলো ১৬ জন খেলোয়াড়। ৭ ফেব্রুয়ারি এ টুর্নামেন্টের উদ্বোধন হলেও টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ১৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট উদ্বোধন করেছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ। ফাইনালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রিপন।

টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দলের খেলোয়াড়রা (আইনজীবী) ছিলেন : সানাউল্লা ও নুরুল আমিন খান আকাশ জুটি, আবদুল হান্নান কাজী ও মহিউদ্দিন সরকার জুটি, হুমায়ন কবির সুমন ও বিশ্বজিত কর রানা জুটি, খোরশেদ আলম ও সুমন মিয়া জুটি, আজিজুল হক হিমেল ও আবু কাউছার জুটি, বদরুল আলম চৌধুরী জুটি ও শিহাবুল আলম শিবলী জুটি, জসিম উদ্দিন ( ২ ) ও সানজিদ হাসান সানি জুটি এবং জামাল হোসেন ও নাদিম জুটি।

জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন অ্যাডঃ মাসুদ রানা, মহাসচিবের দায়িত্বে অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস সায়েম ও সদস্য সচিবের দায়িত্বে অ্যাডঃ মুনতাসির রিয়াদ।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ ছানাউল্লাহ, অ্যাডঃ মাসুদ রানা, কমিটির কর্মকর্তা অ্যাডঃ জসিম উদ্দীন (২), অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস সায়েম, চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় অ্যাডঃ খোরশেদ আলম, রানার্সআপ দলের খেলোয়াড় অ্যাডঃ হিমেল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ১০ বছর ধরে এ মাঠে নিয়মিতভাবে খেলা হচ্ছে। এখানে শীতের সময় যে সমস্ত আইনজীবী খেলাধুলা করেন তাদের জন্য ভবিষ্যতে ব্যাডমিন্টনের জন্য সুন্দর একটি মাঠের ব্যবস্থা করে দেয়া হবে। আমরা বেশ ক’বছর যাবত দেখতে পাচ্ছি যে, তরুণরা নিয়মিত ব্যাডমিন্টন অনুশীলনসহ লীগ পর্যায়ে খেলছেন। এ আইনজীবী সমিতিতে বিভিন্ন বয়সী আইনজীবী রয়েছেন। আগামী থেকে বয়সভিত্তিক অনুযায়ী সমিতির পক্ষ থেকে টুর্নামেন্টের ব্যবস্থা করা হবে। আমরা আগামীতে মাঠটিরও কাজ করে দিবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়