প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান শেষ হলো শনিবার রাতে। এ উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো অংশগ্রহণকারী ও অংশগ্রহণকারীদের সন্তানদের জন্যে আকর্ষণীয় কিছু খেলা। যার সার্বিক তত্ত্বাবধানে ছিলো ক্রীড়া উপ-পরিষদ। ব্যবস্থাপনায় ছিলো ফ্যানট্যাস্টিক। আকিজ বেকারস ফ্যানট্যাস্টিকের পক্ষ থেকে শিশুদের জন্য কিডস্ বাইক, ইনফেডেবল জিরাফ এবং ১৫ থেকে ৪০ বছর বয়সীদের জন্যে ছিলো মেকানিকাল বুল (ষাঁড়ের লড়াই)। চাঁদপুর স্টেডিয়ামে সার্বিকভাবে ফ্যানট্যাস্টিক গ্রুপকে সহযোগিতা করেন চাঁদপুর সরকারি কলেজের ক্রীড়া উপ-পরিষদের সদস্য সচিব শেখ মঞ্জুরুল কাদের সোহেল, যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরী, অ্যাডঃ ইয়াসিন আরাফাত ইকরাম, সদস্য রাকিবুল হাসান, রাহাত দেওয়ান সহ অন্যরা। ছবিতে বিভিন্ন রাইডে অংশ নেয়া শিশুসহ অংশগ্রহণকারীরা। ছবি ও প্রতিবেদন : চৌধুরী ইয়াসিন ইকরাম।