শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর প্রেসক্লাব ও জেলা পুলিশের প্রীতি ম্যাচে খেললেন যারা
ক্রীড়া প্রতিবেদক ॥

বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব ও জেলা পুলিশের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পুলিশ লাইন্স মাঠে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলো জেলা পুলিশ।

প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয়া জেলা পুলিশ ক্রিকেট দলে ছিলেন মোঃ মিলন মাহমুদ (পুলিশ সুপার), সুদীপ্ত রায় (অতিরিক্ত পুলিশ সুপার-প্রশাসন ও অর্থ), ইয়াছির আরাফাত (সদর সার্কেল), পলাশ কান্তি (অতিরিক্ত পুলিশ সুপার-ক্রাইম এন্ড অপস্), শহিদ হোসেন, বোরহান, জসিম, শরীফ (১), শরীফ (২), রাকিব, আনোয়ার, হাসান, সাকিব ও করিম।

চাঁদপুর প্রেসক্লাবের খেলোয়াড়রা হলেন : এএইচএম আহসান উল্লাহ (সভাপতি), গিয়াসউদ্দিন মিলন (সাবেক সভাপতি), রহিম বাদশা (সাবেক সাধারণ সম্পাদক), রিয়াদ ফেরদৌস (সাবেক সাধারণ সম্পাদক), চৌধুরী ইয়াসিন ইকরাম (সাংগঠনিক সম্পাদক), কাদের পলাশ (সাংগঠনিক সম্পাদক), আতিকুর রহমান, হাসান আল মামুন, এম. আর. ইসলাম বাবু, তালহা জুবায়ের, কামরুল ইসলাম, মাজহারুল ইসলাম অনিক, শাওন পাটওয়ারী, মাসুম, নিজাম ও শরীফুল ইসলাম। খেলায় জেলা পুলিশ দলের সাথে ৬ উইকেটে হেরে যায় চাঁদপুর প্রেসক্লাব ক্রিকেট দল।

পুলিশের সাথে প্রীতি ম্যাচ খেলা শেষে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ জানান, দু দলেরই সুুন্দর খেলা উপভোগ করেছেন দর্শকরা। আমরা এর আগেও চাঁদপুর প্রেসক্লাব থেকে জেলা পুলিশ দলের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছি। যে কোনো স্থানেই যে কোনো দলের সাথে আমাদের চাঁদপুর প্রেসক্লাবের ক্রিকেট দল খেলতে প্রস্তুত। গণমাধ্যম কর্মীরা কাজের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত রয়েছেন। খেলাধুলা মনকে উজ্জীবিত রাখে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়