প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব ও জেলা পুলিশের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পুলিশ লাইন্স মাঠে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলো জেলা পুলিশ।
প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয়া জেলা পুলিশ ক্রিকেট দলে ছিলেন মোঃ মিলন মাহমুদ (পুলিশ সুপার), সুদীপ্ত রায় (অতিরিক্ত পুলিশ সুপার-প্রশাসন ও অর্থ), ইয়াছির আরাফাত (সদর সার্কেল), পলাশ কান্তি (অতিরিক্ত পুলিশ সুপার-ক্রাইম এন্ড অপস্), শহিদ হোসেন, বোরহান, জসিম, শরীফ (১), শরীফ (২), রাকিব, আনোয়ার, হাসান, সাকিব ও করিম।
চাঁদপুর প্রেসক্লাবের খেলোয়াড়রা হলেন : এএইচএম আহসান উল্লাহ (সভাপতি), গিয়াসউদ্দিন মিলন (সাবেক সভাপতি), রহিম বাদশা (সাবেক সাধারণ সম্পাদক), রিয়াদ ফেরদৌস (সাবেক সাধারণ সম্পাদক), চৌধুরী ইয়াসিন ইকরাম (সাংগঠনিক সম্পাদক), কাদের পলাশ (সাংগঠনিক সম্পাদক), আতিকুর রহমান, হাসান আল মামুন, এম. আর. ইসলাম বাবু, তালহা জুবায়ের, কামরুল ইসলাম, মাজহারুল ইসলাম অনিক, শাওন পাটওয়ারী, মাসুম, নিজাম ও শরীফুল ইসলাম। খেলায় জেলা পুলিশ দলের সাথে ৬ উইকেটে হেরে যায় চাঁদপুর প্রেসক্লাব ক্রিকেট দল।
পুলিশের সাথে প্রীতি ম্যাচ খেলা শেষে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ জানান, দু দলেরই সুুন্দর খেলা উপভোগ করেছেন দর্শকরা। আমরা এর আগেও চাঁদপুর প্রেসক্লাব থেকে জেলা পুলিশ দলের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছি। যে কোনো স্থানেই যে কোনো দলের সাথে আমাদের চাঁদপুর প্রেসক্লাবের ক্রিকেট দল খেলতে প্রস্তুত। গণমাধ্যম কর্মীরা কাজের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত রয়েছেন। খেলাধুলা মনকে উজ্জীবিত রাখে।