প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সমিতির বাষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে উপলক্ষে ১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর স্টেডিয়ামে ওইদিন দুপুরে পুরুষদের জন্য মোরগ লড়াই, বল নিক্ষেপ করে স্ট্যাম্প ভাঙ্গা, মহিলাদের জন্যে বালিশ ছোড়া ও মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। প্রতিযোগিতাগুলোতে সমিতির বিভিন্ন শাখার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। বিকেলে বিভিন্ন প্রতিযোগিতায় জয়লাভকারী কর্মকতা ও কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠানে জেলা ও উপজেলার সমবায় কর্মকতা, চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, সমিতির প্রতিষ্ঠাতাকালীন সদস্য, শেয়ার হোল্ডার, অতিথিসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সমিতির চেয়ারম্যান স্বর্ণপদকপ্রাপ্ত সমবায়ী জসিমউদ্দিন শেখ এ প্রতিবেদককে জানান, সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী সহ তাদের পরিবারের সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভায় আমরা এ আয়োজন করেছি। বছরের একটি দিন সকলের সাথে সকলের দেখা হয় এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এতে করে প্রতিষ্ঠানের সকলের সাথে সকলের সম্পর্ক গভীর হয়। আর ফ্যামিলি ডের একটি অংশ জুড়ে ছিলো বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের অনেকেই অংশ নিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। আমি নিজেও খেলা পরিচালনার সময় খেলা পরিচালনাকারীদের সাথে মাঠেই ছিলাম। চাঁদপুর জেলার মধ্যে আমাদের সমিতি এবং সমিতির সদস্যরা মানুষদের বিভিন্নভাবে সেবাসহ সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমাদের এ ধরনের কার্যক্রম আশা করি সবসময়ই অব্যাহত থাকবে।