শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে চাঁদপুর
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে চাঁদপুর জেলা ক্রিকেট দল। তারা প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ৩টি ম্যাচে অংশ নিয়ে অপরাজিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রামে চাঁদপুর দল প্রথম ম্যাচে ১১২ রানে জয়লাভ করেছে কক্সবাজারের সাথে, দ্বিতীয় ম্যাচে ব্রাহ্মণবাড়িয়ার সাথে ৯ উইকেটে ও ২০ জানুয়ারি ৩য় ম্যাচে জয়লাভ করে খাগড়াছড়ির সাথে ২১২ রানে।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে ১৬ জানুয়ারি টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর। দলের খেলোয়াড়রা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান করেন। ব্যাট হাতে চাঁদপুরের পক্ষে সর্বোচ্চ আব্দুল্লাহ আল সিফাত ৪৪ ও ইমতিয়াজ ৩০ রান করেন।

কক্সবাজার ২২১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৪২ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ১০৮ রান করে। বল হাতে চাঁদপুরের পক্ষে রাফিদ হাসান ১০ ওভারে ৬ মেডেন সহ ১৯ রানে ৪টি উইকেট নেন। চাঁদপুর ১১২ রানে জয় পায়।

চাঁদপুর দল ১৭ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে অংশ নেয় ব্রাহ্মণবাড়িয়ার সাথে। টসে জয়লাভ করে ব্রাহ্মণবাড়িয়া ২৮ ওভার ১ বলে সবক’টি উইকেট হারিয়ে ৮৪ রান করে। চাঁদপুরের পক্ষে বল হাতে সাকিব ৬টি উইকেট নেন।

চাঁদপুর ৮৫ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। দলটি ১২ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে ৮৮ রান করেন। চাঁদপুর ৯ উইকেটে জয়লাভ করে।

শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় চাঁদপুর ও খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। খাগড়াছড়ির সাথে ২১২ রানে জয় পায় চাঁদপুর।

টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর। দলটি ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে চাঁদপুরের মাহমুদুল হাসান নোমান অপরাজিত ১০৪ রান ও সালাউদ্দিন ৫০ রান করেন।

খাগড়াছড়ি ২১৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ২৭ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৩৩ রান করে। বল হাতে চাঁদপুরের সালমান জাহান ৪ ওভারে ৩ মেডেন সহ ৪ রানের বিনিময়ে ৫টি উইকেট লাভ করেন। চাঁদপুর ২১২ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : সিয়াম, আফ্রিদী, নোমান, ইলিয়াছ, আয়মন, সালমান, আয়ান, আলআমিন, সিফাত, সাকিব, রাফিদ, অমিত, সালাউদ্দিন, মানব, ইনজামাম, জাহিদ, তানভীর, আঃ রহমান, ফিরোজ, অনিমেষ, রাহুল ও জিসান। কোচ মোশারফ বাবু ও টিম ম্যানেজার মাসুদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়