প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০
চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের প্রাথমিক বাছাইতে সুযোগ পেয়েছেন চাঁদপুরের ৬ ক্রিকেটার। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে নির্বাচক কমিটি ৪৫ জন বয়সভিত্তিক খুদে ক্রিকেটারকে বাছাই করে। চট্টগ্রামে গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট চলে ২০২৩ সালের জানুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল। প্রাথমিকভাবে বাছাইকৃত ৪৫ জন ক্রিকেটারের মধ্যে সুযোগ পাওয়া চাঁদপুরের ক্রিকেটাররা হলেন : ফারদিন হোসেন, আবরার রশিদ সাফি, সাঈদ আলম মায়াজ, আব্দুল্লাহ আল ফাহিম, ফারহান মাহতাব ও সানজিদ।
চাঁদপুর জেলা দল থেকে সুযোগ পাওয়া ক্রিকেটার ফারদিন এর আগেও জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের সদস্য ছিলেন। এবার চাঁদপুর জেলা দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। তার বাবার নাম ফারুক হোসেন। অলরাউন্ডার হিসেবে সে খেলছে। বর্তমানে সে চাঁদপুর আল-আমিন একাডেমীর অষ্টম শ্রেণীর ছাত্র।
আবরার রশিদ সাফি জেলা দলের হয়ে চট্টগ্রামে এবার ফিফটি সহ দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ছিলেন সফল। তার বাবার নাম অ্যাডঃ হারুনুর রশিদ। তারা বসবাস করেন চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কে। সে চাঁদপুর ড্যাফোডিল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। এর আগেও জেলা দলের হয়ে গত বছর খেলে। একজন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নিয়মিত দলে খেলে যাচ্ছে।
সাঈদ আলম মায়াজ দলের উইকেট রক্ষক ও ব্যাটসম্যান। তার অপরাজিত হাফ সেঞ্চুরিতেই চাঁদপুর জেলা দল ফাইনালে খেলার সুযোগ পায়। তার বাবার নাম নুরুল আলম লালু। সে গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। অলরাউন্ডার হিসেবে দলের হয়ে সে নিয়মিত খেলছে।
আব্দুল্লাহ আল ফাহিম চাঁদপুর জেলা দলে নতুন খেলোয়াড় হিসেবে এবার চট্টগ্রামে খেলতে যান। তার বাবার নাম মোশারফ আলম। চাঁদপুর সদর উপজেলাধীন শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডগী এলাকাতে তার বসবাস। সে চাঁদপুর গভঃ টেকনিক্যাল হাই স্কুলের ছাত্র। একজন ব্যাটসম্যান হিসেবে দলের নিয়মিত একাদশে খেলছেন।
ফারহান মাহতাব জেলা অনূর্ধ্ব-১৪ দলের হয়ে এইবারই প্রথমবার খেলতে যান। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকায় বসবাস করলেও পড়াশোনা করছে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে। দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে নিয়মিত দলের মূল একাদশেই সে খেলে যাচ্ছে।
দলের অন্য খেলোয়াড়দের তুলনায় সানজিদ সাইজে অনেক ছোট হলেও দলের একজন পেসবোলার হিসেবে তিনি নিয়মিত মাঠে নামছেন। এ বছরই তিনি জেলা দলের হয়ে চট্টগ্রামে খেলতে যান। ফরিদগঞ্জ উপজেলায় তার বাড়ি হলেও পড়াশোনা করছেন গণি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে।
চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া চাঁদপুরের ক্রিকেটারদের কোচ পলাশ কুমার সোমের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি জানান, চট্টগ্রামে অনুষ্ঠিত বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলা চলাকালীন বিসিবির কোচ আরাফাত প্রত্যেক দল থেকে বিভাগীয় দলের জন্যে ক্রিকেটার বাছাই করেন। ওই বাছাই কার্যক্রমে বিসিবির অন্যান্য কোচও উপস্থিত ছিলেন দলগুলোর খেলাচলাকালীন সময়ে। ৪৫ জন ক্রিকেটার থেকে মূল দল গঠনের জন্যে ১৫ সদস্যের দল সহ স্ট্যান্ডবাই ৩জনকে রেখে ১৮ সদস্য বিশিষ্ট দল গঠন করা হবে। ১৯ বা ২০ জানুয়ারির পর প্রাথমিক পর্বেও বাছাই শুরু হবে। আর চাঁদপুর দলের বয়সভিত্তিক ক্রিকেট দলের খেলোয়াড়রা বাছাই কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে।