প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চলতি সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নিবে চাঁদপুর জেলার ৮ উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলগুলো। ২৫ কিংবা ২৬ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন হতে পারে বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান জানিয়েছেন। উদ্বোধনী দিনের খেলায় অংশ নেবে ফরিদগঞ্জ উপজেলা ও মতলব উত্তর উপজেলা।
চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত ১১ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্যসূচির মধ্যে ছিলো ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কার্যক্রম।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মতে এবং জেলার ৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারিদের সাথে আলোচনাক্রমে খেলার ফিক্শ্চার নির্ধারণ করা হয়। টুর্নামেন্টের দলগুলো হলো : চাঁদপুর সদর, মতলব, কচুয়া, হাইমচর, মতলব উত্তর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ।
এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৭৫ হাজার টাকা এবং রানারআপ দল পাবে ৫০ হাজার টাকা। প্রতিটি দলেই খেলতে পারবেন স্থানীয় ৫ জন ও বহিরাগত ৬ জন ফুটবলার। বহিরাগত ৬ জন ফুটবলারের মধ্যে ২ জন বিদেশী ফুটবলার এবং ৪ জন বাংলাদেশ জাতীয় ফুটবল দলসহ ঢাকার বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলার খেলতে পারবেন।
টুর্নামেন্টের দলগুলোর মধ্যে লটারিও করা হয়েছে। লটারি অনুযায়ী খেলবে চাঁদপুর সদর বনাম মতলব উপজেলা, ফরিদগঞ্জ উপজেলা বনাম মতলব উত্তর উপজেলা, হাজীগঞ্জ বনাম শাহরাস্তি উপজেলা এবং হাইমচর বনাম কচুয়া উপজেলা দল।
ফুটবল উপ-কমিটির সভা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সভাপতি পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ। তারপর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আবুল কাশেম আখন্দ ও সালাউদ্দিন শান্ত, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী, সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, সদস্য ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আতিকুর রহমান পাটওয়ারী, মতলব উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র সেন, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরন্নবী নোমান সহ অন্যরা। উপস্থিত ছিলেন না হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থার কোনো প্রতিনিধি।