শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন ক্রিকেটার মোরসালিন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন নিয়েই অনুশীলন করে যাচ্ছেন চাঁদপুরের ক্রিকেটার মোরসালিন। একজন ভালো উইকেটরক্ষক ও ব্যাটস্ম্যান হিসেবে ক্রীড়াঙ্গনে রয়েছে তার পরিচিতি। করোনার শুরুতে দেশের হয়ে খেলারও সুযোগ পেয়েছিলেন। সেবার বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলে ডাক পেয়েছিলেন ২০ জনের দলে। কিন্তু করোনার কারণে ২ বছর আগে আর সেই ক্যাম্প শুরু না হওয়ায় দলে ঢোকা হয়নি তার। বর্তমানে প্রখ্যাত ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক শাহাবুদ্দিন অনু ও তার ছেলে ফাইয়াজের আর্থিক সহযোগিতায় মোরসালিন অনুশীলন করছেন ঢাকার রূপগঞ্জের মাস্কোসাকিব ক্রিকেট একাডেমীতে।

বাবার পরিবারে থেকে খেলার সুযোগ ছিলো না মোরসালিনের। ছোটকাল থেকে বেশিরভাগ সময় কেটেছে চাঁদপুর সদর উপজেলাস্থ দাসাদি গ্রামের নানীর বাড়িতে। বর্তমানে সেই বাড়ি থেকেই ঢাকায় অনুশীলন সহ সকল কিছু চালিয়ে যাচ্ছেন। পড়াশোনা করছেন পুরানবাজার ডিগ্রি কলেজে।

মোরসালিনের বাবার নাম মোঃ হান্নান খান। পরিবারে মা ছাড়াও রয়েছে তার ১ ভাই ও ১ বোন। তার খেলোয়াড়ী জীবন শুরু হয় চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমীর মাধ্যমে। শুরুতেই তার প্রধান কোচ ছিলেন চাঁদপুরের ক্রিকেটের কর্ণধার শামিম ফারুকী।

মোরসালিন ৬ষ্ঠ শ্রেণীতে পড়াবস্থায় ক্লেমন ক্রিকেট একাডেমীর সাথে জড়িয়ে পড়েন। তিনি চাঁদপুর অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলেন। চাঁদপুর জেলা দলের হয়ে উইকেটরক্ষক ও ব্যাটস্ম্যান হিসেবে ভালো করার কারণে সুযোগ পান চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলে। চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৬ ও ১৮ দলে ক্রিকেট খেলেন। এছাড়া তিনি অনূর্ধ্ব-১৭, কমবাইন্ড ১৯ দলের হয়ে চ্যালেঞ্জ কাপ ও রেডটিম দলের হয়ে খেলার সুযোগ পান। ২০১৯ সালে বাংলাটিক ক্রিকেট একাডেমীতে প্রশিক্ষণ নেন। মস্কোক্রিকেট একাডেমীতে অনুশীলন করা অবস্থায় একাডেমী-ভিত্তিক খেলায় তার রানের সংখ্যা ছিলো ভালো। বর্তমানে মাস্কোসাকিব ক্রিকেট একাডেমীতে হেড কোচ সালাউদ্দিন ও গ্রুপ কোচ মেহেদী হাসানের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করছেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ক্রিকেটার মাহমুদুল হাসান জয়, টি-২০ ক্রিকেটার শামিম পাটোয়ারীসহ একসাথেই তার ক্রিকেট খেলা শুরু। একসাথে জেলার হয়ে এবং বিভাগীয় পর্যায়ে খেলেছেন অনেক ম্যাচ। ক্রিকেটের যে কোনো বিষয়েই ওদের সাথে অনুশীলনসহ নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন। এখনও অনেক স্থানে একসাথে ক্রিকেট ম্যাচ খেলছেন।

ক্রীড়াকণ্ঠের সাথে আলাপকালে মোরসালিন বলেন, ঢাকাতে অনুশীলনে আছি। যদি কোনো বড় দলের হয়ে খেলার সুযোগ পাই তাহলে আমি আমার খেলার নৈপুণ্য দেখাতে পারবো। আমি ছোট থেকে যেভাবে অনুশীলন করে আসছি, আমি চাই মাঠে সে আলোকে দলের কর্মকর্তা ও দর্শকদের খেলা উপহার দিতে। আমিও স্বপ্ন দেখি আমার বন্ধুদের মতো জাতীয় পর্যায়ে খেলার। আমাকে শাহাবুদ্দিন আঙ্কেল ও তার ছেলে খেলাধুলার ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছেন। আমি সকলের সহযোগিতা ও দোয়ায় ক্রিকেটে আরো এগিয়ে যেতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়