সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুরে বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেটের লাইভ দেখাচ্ছে চ্যানেল ক্ল্যাশ ভার্স রূপসা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে চলমান বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি ইউটিউবের মাধ্যমে লাইভে দেখাচ্ছে চ্যানেল ক্ল্যাশ ভার্স (Clash Verse)।

ফরিদগঞ্জের রূপসার কয়েকজন যুবক ইউটিউবের মাধ্যমে গত ক’বছর ধরে বিভিন্ন মাঠের খেলাগুলো সম্প্রচার করছেন। ইউটিউবে ক্ল্যাশ ভার্স (Clash Verse) নামে পরিচিত এ পেইজে লিংক দিলেই খেলা দেখা যায়।

এই চ্যানেলটির পরিচালক সিফাত ভুঁইয়া, সহকারী পরিচালক শান্ত, স্কোরার রাফি চৌধুরী। ক্যামেরাম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন নুরের নবী ও মেহেদী হাসান।

পরিচালক সিফাতের সাথে আলাপকালে তারা জানান, রূপসা গোল্ডকাপ খেলার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরপর টাঙ্গাইলে মসদই ক্রিকেট লীগে এবং রামগঞ্জে স্বপ্নচূড়া ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রচারে সহায়তা করেন। তারা সকলেই একই এলাকার এবং সমবয়সী বলে যে কোনো স্থানেই তারা কাজগুলো করে আনন্দ উপভোগ করছেন।

চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টুর্নামেন্টের আয়োজক ও ক্রিকেটার রাফসান জানি, সাদ্দাম হোসেন ও ফজলে জানান, খেলাধুলার ক্ষেত্রে চাঁদপুর জেলা সদরে এ ধরনের আয়োজন তাদেরকে দিয়ে প্রথমবার করিয়েছি। আমাদের চলমান খেলা এই চ্যানেলের মাধ্যমে যে কোনো দর্শক বিশ্বের যে কোনো স্থানে বসেই উপভোগ করছে। যারা এই টিমে রয়েছে তারা সকলেই অনেক আন্তরিক এবং তাদের ধারাবিবরণী গুলো অনেক সুন্দর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়