সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর জেলার বয়সভিত্তিক ক্রিকেট দলগুলোর প্রাথমিক ক্রিকেটার বাছাই
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার ক্রিকেটারসহ জেলা সদরের ২টি একাডেমীর বিভিন্ন বয়সী ক্রিকেটারদের নিয়ে জেলার বয়সভিত্তিক ক্রিকেট দলগুলোর প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়েছে। বয়সভিত্তিক দল অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের জন্য ক্রিকেটার বাছাই করা হয়েছে। আগামী মাসের ২য় কিংবা ৩য় সপ্তাহে এসব ক্রিকেটারের মেডিকেল অনুষ্ঠিত হবে। মেডিকেলে যারা উত্তীর্ণ হবে তাদের থেকেই খেলোয়াড় বাছাই করে পরবতীতে ৩ ক্যাটাগরিতে জেলা দল গঠন করা হবে।

৭ আগস্ট রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামে এ প্রাথমিক বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাছাই কার্যক্রমে সার্বিকভাবে সহাযোগিতা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মমিনুল হক। তাকে সহযোগিতা করেন জেলা ক্রিকেট কোচ শামিম ফারুকী, কোচ পলাশ কুমার সোম, মোশারফফ বাবু, জেলা ক্রিকেট উপ-কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য সাইফুল ইসলাম সুমন ও এসএম মুজিবুল হক রাসেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক খেলা সমূহ অক্টোবর ২০২২ থেকে শুরু হতে যাচ্ছে। সেই লক্ষ্যে ৭ আগস্ট রোববার চাঁদপুর জেলার বয়সভিত্তিক দল গঠনের জন্যে খেলোয়াড়দের প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। যার মূল বাছাই কার্যক্রম পরিচালনা করবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট কোচ মোমিনুল হক।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৪ দলের প্রাথমিকভাবে বাছাইকৃত ৩৯ জন খেলোয়াড় হলেন : শেখ মোহাম্মদ মাহমুদ হাসান, আবরার রশিদ সাফি, মুনতাসির, মাহনাব চৌধুরী, হিমেল, রাতুল দাস, শুভ শীল, ফারদিন হোসাইন, নেহাল আহমেদ, রিয়াজউদ্দিন, ওমর ফারুক সিয়াম, সাজ্জাদুল ইসলাম, ফাহিম, সাইদ আলম (মাহাজ), আদনান, ফারহান মাহতাব, অপূর্ব বৈদ্য, ইমতিয়াজ আয়মন, সিয়াব, রাব্বি, আরাফাত মাহিন, সিয়াম খান, তামিম আহমেদ, আব্দুল হান্নান, সানজিদ ইসলাম, হোসেন গাজী, ওমর ফারুক, আদিল, তৌসিফ, মিয়াদ, ইশতিয়াক, মহিউদ্দিন, জুবায়ের, বাপ্পা দীপ্ত, ইয়াসিন পাটওয়ারী, ইমন, সোহেল আরমান, অমিত হাসান ও তফিউর রহমান।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৬ দলের প্রাথমিকভাবে বাছাইকৃত ৪৪ জন খেলোয়াড় হলেন : হাবিব পাটওয়ারী, আবদুল্লাহ আল সিফাত, ফারদিন রশিদ, মোস্তাফিজুর রহমান, ইনজামামুল হক, শাহিদ আফ্রিদী, আবদুর রহমান, সালাউদ্দিন, আল-আমিন বেপারী, সহিদুল ইসলাম নাফি, রাফিত হাসান রুদ্র, রবিউল ইসলাম জিসান, মুসফিক হাসান অয়ন, সালমান জাহান, অনিমেষ কর প্রসাদ, জুনায়েদ সানি, ফিরোজ, রনি ইসলাম, সাকিব সরকার, তানজিল আখন্দ, জিহাদ গাজী, আবু সাঈদ জুয়েল, জিসান আহমেদ নিিাহদ, সজীব গাজী, নবাব সিরাজউদ্দোলা, সাইদুল ইসলাম, তাহমিদ হাসান, জিহাদ হাসান, এসএম শাহরিয়ার, মোতালেব হোসেন, নাইম পাটওয়ারী, প্রণব ঘোষ, হামিম রহমান হিমেল, আবদুল আহাদ, সিরদাতুল সিরমান, রাব্বি সিকদার, শরীফুল ইসলাম, মঈন আহমেদ, আমির হোসাইন, মিরাজ আহমেদ, ফারদিন খান, রাব্বি হোসাইন ও নাইম হোসাইন।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব-১৮ দলের প্রাথমিক বাছাইকৃত ৪৩ জন খেলোয়াড় হলেন : তানভীর হাসান শাহেদ, সাব্বির, রবিউল ইসলাম, আল শাহরিয়ার শিমুল, সিয়াম হাসান, সিয়াম হোসাইন, হাবিবুর রহমান, মারুফ আহমেদ, খান মোঃ সিয়াম, মাহফুজ, জাহেদ হোসাইন, সিয়াব হোসাইন, রাব্বি হোসাইন, রশিদ সালমান, হৃদয় মিজি, নাসির আহমেদ, তরুণ, মুস্তাফিজুর রহমান, রায়হান খান, ওমর আব্দুল্লাহ, হারিস পাটওয়ারী, সফিকুল ইসলাম, দেবপ্রিয়, জসিম, রবিন আদনান হোসাইন, রায়হান হোসাইন, আবু সুফিয়ান রাফি, মেহেদী হাসান, জিডান, নাজমুল হাসান, তাজরিন, রায়হানউদ্দিন, রোমান হোসাইন, নাদিম মাহমুদ, সাকিব হোসাইন, সাদ্দাম গাজী, নাইমুল ইসলাম, তনয়, জাবির, মঈন, রায়হান তালুকদার ও কাজী শাহরিয়ার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়