শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

শিক্ষামন্ত্রীকে জেলা ‘কোয়াবে’র ফুলেল শুভেচ্ছা
ক্রীড়া প্রতিবেদক ॥

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)-এর নেতৃবৃন্দ।

গত ২৩ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সার্কিট হাউসে জেলা কোয়াবের পক্ষ থেকে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট লীগ ও চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় তাঁকে অভিনন্দনস্বরূপ এ শুভেচ্ছা জানানো হয়।

চলতি বছর অনুষ্ঠিত উক্ত দু’টি ক্রিকেট প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় শিক্ষামন্ত্রী। জেলা কোয়াবের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন ক্রিকেট খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রাফসান জানি, সাদ্দাম হোসেন ও ফজলে রাব্বি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, প্রিমিয়ার ক্রিকেট লীগ ও টি-টুয়েন্টি ক্রিকেট লীগের টেকনিক্যাল কমিটির সদস্য সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম সুমনসহ অন্যান্য ক্রিকেটার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়