সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ০০:০০

চাঁদপুরে শুরু হচ্ছে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজনে রয়েছে চাঁদপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। আয়োজকদের মাধ্যমে জানা গেছে, জমকালো এ টুর্নামেন্টে জেলা ও উপজেলার বেশ ক’টি দল অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারসহ বিপিএল-এ খেলা অনেক খেলোয়াড় এবং ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন দলের ক্রিকেটারসহ বিদেশী খেলোয়াড়রাও খেলার সুযোগ পাবে।

টুর্নামেন্ট সুন্দরভাবে পরিচালনার জন্যে গত ২৪ জুলাই চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে আয়োজকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্ট সুন্দরমতো পরিচালনা ও খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ মিডিয়া পার্টনার ও স্পন্সরদের বিষয়ে আলোচনা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকাসহ ট্রফি, আর রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকাসহ ট্রফি।

টুর্নামেন্টের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন : জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির মোল্লা, হেলাল উদ্দিন, শেখ মোঃ আঃ মোতালেব, শামীম আক্তার ফারুকী, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম সুমন ও এসএম মুজিবুল হক রাসেল।

টুর্নামেন্টের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন : আহ্বায়ক গাজী আলমগীর, যুগ্ম আহ্বায়ক হানীফ ঢালী হীরা, জাহান আলম গেরি, সাইফুল ইসলাম সোহাগ, মোশারফ বাবু, ফজলুল হক, মোরশেদ আলম, মোশারফ সবুজ, রাকিবুল হাসান, মাইনুদ্দিন মিজি, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম, ফজলে রাব্বি, অলিভ বাবু, ফয়সাল সানি, মেহেদী হাসান ও মেহেদী হাসান রানা। প্রধান সমন্বয়ক রাফসান জানি, সমন্বয়ক ও ট্রেজারার সাদ্দাম হোসেন, সদস্য সচিব মাসুদ মোল্লা, সদস্য ইসমাইল হোসেন, মনিরুল ইসলাম রনি, তোফায়েল মাল, সাইদুল ইসলাম জিসান, ফজলে রাব্বি, শামিম পাটওয়ারী, মাহমুদুল হাসান জয়, ইউনুছ খানসহ অন্য ক্রিকেটারগণ।

টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক রাফসান জানি এ প্রতিবেদককে জানান, আমরা এ টুর্নামেন্টটি সুন্দরভাবে পরিচালনার জন্যে সকল কিছুই আয়োজন করার চেষ্টা করছি। ১ সেপ্টেম্বর সকালে টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মাধ্যমে শুরু করা হবে। বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত এবং ক্রিকেটের সাথে জড়িত সাবেক একজন অধিনায়ক এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে আশা করছি। টুর্নামেন্টে আয়োজকদের পক্ষ থেকে প্রতিদিনই ম্যান অব দ্যা ম্যাচসহ সেরা বোলার, সেরা ক্রিকেটার, সেরা ব্যাটসম্যানদেরকে পুরস্কার দেয়া হবে। আমরা সহসাই টুর্নামেন্টের মিডিয়া পার্টনারসহ টুর্নামেন্টের স্পন্সরদের নামের তালিকাসহ অংশ নেয়া দলগুলোর নাম প্রকাশ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়