শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ০০:০০

অঙ্গীকার ক্রীড়া চক্রের ২৮ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের ২৮ বছর পূর্তিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই শুক্রবার সকালে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ। উদ্বোধনকালে তিনি তাঁর বক্তব্যে বলেন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদের মেধা বিকাশ ঘটে। বর্তমান সময়ে আমাদের শিশুদেরকে খেলার মাঠে তেমন একটা যাচ্ছে না। কারণ একটাই, মোবাইল নিয়ে বাসায় বসে বসে গেমস্ খেলে। এতে করে বাচ্চারা তাদের সত্যিকারের মেধা বা প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। তাছাড়া তারা শারীরিকভাবেও ফিট না। আজকে অঙ্গীকার ক্রীড়া চক্রের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বহু শিশু-কিশোরদের উপস্থিতি দেখা যাচ্ছে, এটা একটা ভালো দিক। যতো বেশি প্রতিযোগিতায় বাচ্চারা অংশগ্রহণ করবে ততোই তাদের অভিজ্ঞতার ঝুলি ভরবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, বাংলাদেশ দলিল লেখক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রায় ৪ শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ রোকন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া চক্রের সহ-সভাপতি সীমা ইসলাম ও সাধারণ সম্পাদক পলাশ কুমার সোম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়