শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০

কাপুরুষ

শহিদুল ইসলাম খোকন
কাপুরুষ

আমার বয়স একুশ যখন চুমকির ছিল ষোল

আসতে যেতে দুয়ের মধো প্রেম যে হয়েছিল।

নানান রকম গল্প হাসি কত আলাপন,

এসব দেখে প্রতিবেশীদের বারছে জ্বালাতন।

মুখে মুখে এসব কথা করে দিল ফাঁস,

সবাই এখন জেনে গেছে হায় কি সর্বনাশ!

লোকলজ্জার লুকিয়ে থাকি যাইনা ঘরেরর বাইরে,

চেয়েছি যা পাইনি তা কি হলো কি ভাইরে!

খবর দিলো চুমকি আমায় আছে কিছু কথা,

প্রতিবেশীর ভয়ে গেলাম রাতের বেলা একা।

কত আবেগ কত দুঃখ বলল কত যন্ত্রণা,

নিরবে সব সয়ে গেলাম দিলাম তাকে সান্ত¡না।

হাতের উপর হাত রেখেছে চোখে রেখে চোখ,

দেখো এখন মনের মাঝে লাগে কত সুখ।

চলো দুজন মিলে আমরা যাই কোথায়ও হারিয়ে,

প্রতিবেশীর সব জ্বালাতন যাবে তখন পেরিয়ে।

এসব কথা বলতে মানা দেখো সবুর করে,

সবার সাথে কথা বলে আনবো তোমায় ঘরে।

সুনলো না সে মানলো না সে করলো অভিমান,

আমার সাথে থাকবে না আর ধরলো দুটি কান।

এতো সুন্দর নারী দেখে কীভাবে থাকে হুঁশ,

আগুন দিলেও মোম গলেনা তুমি কাপুরুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়