প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০
সঞ্চয়িতা-সঞ্চিতা

রবি সূর্যের মাখামাখি
এই ধরণীতলায়
চেয়ে চেয়ে দেখছি আমরা
নবাবের উবর্ষীর মাঠে
দিন আর রাত
সূর্য আর চাঁদ
ঝর্ণার হাসি জলের ছলনা
বৈশাখী রবি
মধুমাসে ধূমকেতু
আষাঢ়ের তপ্ত রোদ বৃষ্টির সাজ
রমণীর কেশে বেঁধেছে বাসা
বাজিয়াছে সুর আনন্দ হিল্লোল
নিশিতে ফুটেছে ফুল
দুরন্তপনার পদচিহ্নে ছায়ানীড়
দুঃখের জীবন অভিলাষ যাপন
রবী-নজরুলের ছোঁয়ায় ছোঁয়ায়
দূর করেছে হীন্যতা হিংসা ক্লেস
জলাঞ্জলিতে জাত ধর্ম গোত্র করেছে এক
মানুষের চেয়ে বড়ো কেউ নয়
মানষই স্বর্গ মানুষে নরক
ধর্মে নেই মতান্তর।
রবী-নজরুল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণে উদয়
বাংলা ভাষা বিশ্ব সাহিত্যময়
হারিয়ে যাবে না আমার ভাষা
দেশের জন্যে স্বাধীনতার জন্যে
রণতুঙ্গে শাণিত করেছেন শব্দভাণ্ডার
বল বীর বল উন্নত মমশীর, আমার সোনার বাংলা
সঞ্চয়িতাণ্ডসঞ্চিতা
বাংলার দ্রুব তাঁরা অমর্ত্য লোকে
বিশ্বকবি রবীন্দ্রনাথ-জাতীয় কবি নজরুল।