প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০
সম্পর্কের মধুরতায় ছিলো না কোনো তুলনা
হঠাৎ হয়ে গেলো আজ তা ছলনা,
ছলনার আবরণে ছদ্মবেশে অভিনয়ে তুমি বেশ
পবিত্র সম্পর্কের স্বপ্নপূরণে ধ্বংস করলে সর্বশেষ,
আবেগ-অনুভূতি প্রকাশ ছিলো ভরসার ফাল্গুধারা
স্থির ছিলো না তোমার মন করেছো পথহারা,
লক্ষ্য ছিলো যেনো দুটি মন মিলে
সব ছিলো ঠিকঠাক কেনো তা ভেঙ্গে দিলে?
দৃষ্টির দর্শনে মনেতে সুখের রেখা
যখনই সুযোগ, পেয়েছো বারবার দেখা,
ছুটে চলেছি কতশত অবিরত
মিছে মরিচিকায় হৃদয়টা হলো ক্ষত,
প্রচণ্ড খড়তাপে ভেবেছি মেঘ হয়ে হবে মোর ছায়া
অগ্নি-বৃষ্টি জড়িয়ে উঠিয়ে নিলে অভিনয়ের সব মায়া,
ছিলে তুমি হয়ে মোর ভরসার বটবৃক্ষ
সবটাই ছিলো মিথ্যে অভিনয়টা ছিলো সূক্ষ্ম