সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০

লেখক তৈরির কারখানা
অনলাইন ডেস্ক

চাঁদপুর যে সাহিত্যের রাজধানী তা চাঁদপুর কণ্ঠের ‘পাঠক ফোরাম’ হাজারতম সংখ্যা উজ্জ্বল নক্ষত্রের মতো প্রমাণ করে। আপনি হয়ত বলবেন, মাত্র হাজারতম সংখ্যা কীভাবে প্রমাণ করে?

হ্যাঁ বিজ্ঞ মহোদয়, আপনি দেখেছেন, হাজারতম সংখ্যা। আর আমি নগণ্য দেখছি হাজার নবীন লেখক তৈরির কারখানা।

চাঁদপুর জেলার অধিকাংশ যেসব লেখকের বই বের হয়েছে এর মধ্যে বেশিরভাগ লেখকই ‘পাঠক ফোরামে’ তাদের প্রথম লেখা প্রকাশিত করেছে বলে আমার ধারণা। বলতে গেলে, পাঠক ফোরাম হচ্ছে নবীন লেখকদের আইডল-শিক্ষক। সাহিত্য চর্চার বাতিঘর। আজকের তরুণ লেখক নূরুল ইসলাম ফরহাদ, মুহাম্মদ ফরিদ হাসান, নিঝুম খান ইত্যাদি তারা সবাই পাঠক ফোরামের সৃষ্টি। এই যে আমার কথাই ধরুন না, এই তো সেদিনের কথা। পথ দিয়ে কোথাও যাচ্ছিলাম। হঠাৎ নজরে পড়ল পাঠক ফোরামের একটি সংখ্যা মাটিতে পড়ে আছে। লেখার সাথে সুন্দর কারুকাজ! চোখ আটকে গেল। হাতে তুলে নিলাম। সেখানে সোহেল নওরোজ, মুহাম্মদ ফরিদ হাসান, ইকবাল পারভেজ, কাদের পলাশের লেখা পড়ে প্রেমে পড়ে গেলাম।

সেই থেকে কখনো পাঠক ফোরামের সংখ্যা বাদ দিইনি। আর ঠিক ছয় মাস পর থেকেই আমিও লিখতে শুরু করলাম। পর্যায়ক্রমে আমিও গল্পকার হয়ে উঠলাম। বলতে গেলে আমারও পরোক্ষ শিক্ষক পাঠক ফোরামণ্ডই।

যাই হোক, হাজারতম সংখ্যার দিনে চাঁদপুরের সকল পাঠককে শুভেচ্ছা জানাই। চলতে থাকুক নিরন্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়