প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
উদয়পুরে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন
আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের উদয়পুর শাখার উদ্যোগে ২৬ সেপ্টেম্বর, ২০২৪ বৃহস্পতিবার লেইক সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতলের প্রশস্ত লনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে ভাব গম্ভীর পরিবেশে। সংগঠনের উদয়পুর শাখার সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষাব্রতী পার্থসারথি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শহরের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মৃন্ময় দাশ। বিদ্যাসাগরের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার, রতন চন্দ, সমীর মজুমদার, উদয়পুর শাখার মুখ্য উপদেষ্টা স্বপন কুমার ভট্টাচার্য প্রমুখ। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংগঠনের সহ-সভাপতি শুভেন্দু শেখর ঘোষ, কোষাধ্যক্ষ গৌতম নন্দী, সদস্য তপন দাস, লালমোহন ভৌমিক, নন্দদুলাল দেবনাথ, সম্পাদক প্রীতম ভট্টাচার্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের উদয়পুর শাখার সম্পাদক প্রীতম ভট্টাচার্য। অনুষ্ঠানে উদয়পুর শাখার সদস্য সদস্যা ছাড়াও লেইক সিটি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীবৃন্দ, শহরের কবি, লেখক, শিল্পী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। শিশু শিল্পী গোমক ভট্টাচার্য আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠান সফল করার ক্ষেত্রে সহায়তার জন্যে সংশ্লিষ্ট সকলকে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের উদয়পুর শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।