শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে স্পেনে প্রতিবাদ সভা

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে ॥
সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে স্পেনে প্রতিবাদ সভা

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে স্পেনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১ অক্টোবর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাইয়ে কারাবাকা গ্রাম বাংলা রেস্টুরেন্টে এম এ মান্নান মুক্তি পরিষদ ইউরোপ স্পেন শাখার উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম। সভা পরিচালনা করেন এম এ মান্নান মুক্তি পরিষদের আহ্বায়ক এইচ এম দবির তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরী, আওয়ামী লীগের সিনিয়র নেতা আহমেদ আসাদুর রাহমান সাদ, মঈনুল ইসলাম মনির, স্পেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সালাম, আব্দুল আহাদ, নবী হোসেন, আব্দুস সাত্তার, মনির হোসেন, জোবায়ের আমিন রাসেল, মো. ইবরাহীম, আতাউর রহমান, আসীফ চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এম এ মান্নান একজন সৎ সজ্জন ভালো মানুষ। তিনি সুনামগঞ্জ জেলার মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে অবহেলিত সুনামগঞ্জকে উন্নয়নের মূলধারার নিয়ে এসেছেন। তিনি সুনামগঞ্জের উন্নয়নের রূপকার। তাঁর ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমরা ব্যথিত। অবিলম্বে মিথ্যা মামলা থেকে তাঁর নাম প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তি দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়