রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুজন নিহত

প্রবাসীকণ্ঠ ডেস্ক ॥
কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুজন নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার দুব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) নিজেদের কর্মস্থলে যাবার সময় বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের সানাইয়া নামক স্থানে গাড়ি উল্টে গেলে তারা দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের আরজান আলীর ছেলে ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মাসুক আহমদের ছেলে মোহাম্মদ আলী। এ ঘটনায় জুনেদ আহমেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি আমরপুর গ্রামে।

মঙ্গলবার (১ অক্টোবর) ঝিঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, কাতারে একটি মেসে ফারুক আহমদ, মোহাম্মদ আলী ও জুনেদ আহমদ একসঙ্গে থাকতেন। সকালে কাজে যাওয়ার সময় সানাইয়া নামক স্থানে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে তাদেরকে বহনকারী গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ ও মোহাম্মদ মারা যান। গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জুনেদ আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়