প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের শোক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব। সংগঠনের সভাপতি জমির হোসেন ও সাধারণ সম্পাদক কবির আল মাহমুদের সমন্বয়ে পাঠানো যৌথ বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
সভাপতি জমির হোসেন বলেন, সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন একজন মহৎপ্রাণ ব্যক্তি। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তাঁর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা ছিলো প্রশংসনীয়। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী মরহুম রুহুল আমিন গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মহান ব্রতকে সামনে রেখে যেভাবে নিরলসভাবে কাজ করেছেন, সেটি তাঁর সতীর্থ সাংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে অনুসরণ করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
জমির হোসেন আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রুহুল আমিন গাজী ছিলেন সোচ্চার। এমনকি একাধিকবার কারাবরণও করেছেন। জেল-জুলুম সহ্য করেও মানুষের বাক, ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তাঁর সাহসী উচ্চারণ দেশের জনগণের কাছে প্রশংসিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ জানান, বারবার ফ্যাসিস্ট সরকারের রোষানলের শিকার হয়েও রুহুল আমিন গাজী গণতন্ত্রের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করতে দ্বিধা করেননি। কর্মজীবনে অগণতান্ত্রিক শক্তির হুমকির মুখেও তিনি দায়িত্ব পালনে ছিলেন অবিচল। তাছাড়া সাংবাদিকতা জগতে তাঁর অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, তাঁর মৃত্যু গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করলো, যা সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহর দরবারে মোনাজাত করি, তিনি যেন তাঁকে বেহেশতবাসী করেন। আমরা রুহুল আমিন গাজীর রুহের মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।