শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মালয়েশিয়ায় শ্রম-শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোর উদ্ধার

আহমাদুল কবির ॥
মালয়েশিয়ায় শ্রম-শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোর উদ্ধার

মালয়েশিয়ায় শ্রম-শোষণের শিকার ৪ বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে পেরাক রাজ্যের শ্রম বিভাগ। বুধবার (১১ সেপ্টেম্বর) পেরাক রাজ্যের লেবার ডিপার্টমেন্ট (জেটিকে) শ্রম প্রয়োগকারী অভিযানের অধীনে পেরাকের ইপোহ, তানজুং রাম্বুটানের একটি কারখানায় জোরপূর্বক শ্রমিক হিসেবে শোষিত হওয়া ওই চার বাংলাদেশি কিশোরকে উদ্ধার করা হয়েছে।

পেরাকের লেবার ডিপার্টমেন্টের পরিচালক মুহাম্মাদ ফৌজি আবদ গনি এক বিবৃতিতে বলেন, ১৪ থেকে ১৬ বছর বয়সী চার কিশোর এক বছরেরও বেশি সময় ধরে কারখানায় কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

মানব পাচার এবং অভিবাসীদের চোরাচালানবিরোধী (অপটিসম) আইন ২০০৭-এর ধারা ৩৩- এর অধীনে ওই চার কিশোরের একটি অন্তর্বর্তী সুরক্ষা আদেশ (আইপিও)-এর জন্যে আবেদন করবে লেবার ডিপার্টমেন্ট।

উতুসান মালেয়েশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার জেটিকে কারখানায় অভিযান চালানো হয়।

ফৌজি আবদ গনি বলেন, অপ্রাপ্ত বয়স্ক কর্মীদের নিয়োগের জন্যে অপটিসম অ্যাক্ট ২০০৭-এর ১৪ ধারার অধীনে ৫৮ বছর বয়সী নিয়োগকর্তাকে আটক করেছে শ্রম বিভাগ। অভিযানে পেরাক পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যান্টি ভাইস, জুয়া ও সিক্রেট সোসাইটিস ডিভিশন (ডি৭)-এর ১১ জন, পেরাক জেটিকে কর্মী এবং সাতজন সদস্য অংশ নেন।

ফৌজি বলেন, অভিযানে ২২৪ অভিবাসী কর্মীর মধ্যে ৩৬ জনকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫)-এর ধারা (৬)(১)(সি)-এর অধীনে কোনো বৈধ ভ্রমণ নথি না থাকার কারণে আটক করা হয়। তাদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি এবং দুজন নেপালের নাগরিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়