বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

কনসার্ট ফর নিউ বাংলাদেশ :

যুক্তরাজ্যে প্রথমবার একই মঞ্চে গাইবেন জেমস ও হাসান

লন্ডন প্রতিনিধি ॥
যুক্তরাজ্যে প্রথমবার একই মঞ্চে গাইবেন জেমস ও হাসান

যুক্তরাজ্যে প্রথমবারের মতো একই মঞ্চে গাইবেন বাংলাদেশের দুই কিংবদন্তী ব্যান্ড শিল্পী জেমস ও হাসান। বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’-এ গাইবেন এই দুই তারকা।

আগামী ২২ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’। এই কনসার্টের আয়োজন করছে ইউরোপ ও যুক্তরাজ্যের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 'আইঅন টিভি'।

কনসার্ট সম্পর্কে আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুক জানান, শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপেও এই প্রথমবারের মতো একই মঞ্চে গাইবেন হাসান ও জেমস। আমরা বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে এই কনসার্টের আয়োজন করেছি। মূলত বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে জর্জ হ্যারিসনের সেই ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুসরণে এই আয়োজন। এবার আমরা লন্ডনে করছি ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’। এই আয়োজন আমাদের নতুন বাংলাদেশের জন্যে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের ১১টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যু এবং ৫০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সঙ্কটকালীন সময়ে প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে কনসার্টটি করা হচ্ছে। কনসার্টের মাধ্যমে ফান্ড রাইজিং করে তা পৌঁছে দেয়া হবে দেশের দুর্গত এলাকাগুলোতে। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনে সার্বিক সহায়তা করছে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়