শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে ॥
স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন

স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) মাদ্রিদ শহরের অদূরে পিকনিক স্পট বুইটারগো দে লছইয়াতে এ বনভোজনের আয়োজন করা হয়। সমিতির সভাপতি আক্তারুজ্জামানের তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আকাশের সঞ্চালনায় বনভোজন পরিচালিত হয়। নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন খেলার ইভেন্ট, রাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাজানো ছিল পুরো কর্মসূচি।

বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হেমায়েত খান, সাবেক সদস্য সচিব ইউনুছ আলী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইমুন সর্দার, সাংগঠনিক সম্পাদক মাসুম শেখ, সহ- সভাপতি শামীম বেপারী, কামরুল ইসলাম, আবু সাঈদ, লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাগর, নিরব খান, হাসান, তৌহিদ বেপারী, সহ- সাংগঠনিক সম্পাদক সজল হাওলাদার, আল আমিন মোল্লা, মিরাজ মুন্সী, প্রচার সম্পাদক হৃদয় হাওলাদার, কোষাধ্যক্ষ কামরুল হাসান, দপ্তর সম্পাদক ইব্রাহিম বেপারী, সহ-দপ্তর সম্পাদক তরিকুল খান, আন্তর্জাতিক সম্পাদক কাইয়ুম মৃধা, সহ-ক্রীড়া সম্পাদক রিয়াজুল হাওলাদার, সুজন, ধর্ম সম্পাদক আল মামুন, সহ-ধর্ম সম্পাদক ফয়সাল মোল্লা, সদস্য পান্নু খান, এরশাদ মাতবর প্রমুখ।

বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ সহ কমিউনিটির অন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রবাসের শত ব্যস্ততার মাঝে এই বনভোজন সবার জীবনে নিয়ে আসে নতুন করে পথচলার উদ্দীপনা। নতুন করে ভালোবাসতে শেখায় দেশকে এবং দেশীয় সংস্কৃতিকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়