শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বন্যার্তদের সহায়তায় উত্তর আমেরিকায় বাংলাদেশী আর্টিস্ট ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

প্রেস বিজ্ঞপ্তি ॥
বন্যার্তদের সহায়তায় উত্তর আমেরিকায় বাংলাদেশী আর্টিস্ট ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে, বিশ্বব্যাপী শিল্পীরা একত্রিত হয়ে বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্যে একটি ফেসবুক লাইভ কনসার্টের আয়োজন করেছেন। এই কনসার্টটি বাংলাদেশী আর্টিস্ট ফোরাম ইন নর্থ আমেরিকা আয়োজন করেছে এবং অঙ্কুর ইন্টারন্যাশনাল-এর সমর্থনে পরিচালিত হয়েছে। এটি কেবলমাত্র একটি সঙ্গীত অনুষ্ঠান নয়, এটি মানবিক সহায়তার প্রতি আন্তরিক আহ্বান। বাংলাদেশের বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্যে প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ারফেজ, শুন্য, বাবনা করিম, চন্দন (উইনিং), অনিলা, তুষার (ইন ঢাকা), রাজীব চৌধুরী, রাজীব রাসেল এবং শারমিন লাকি সহ আরও অনেক জনপ্রিয় শিল্পী এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। এই শিল্পীরা তাদের সুর এবং কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করেন এবং একই সঙ্গে সকলকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। এই ইভেন্টের মূল সঞ্চালনায় ছিলেন নিউজার্সি থেকে রাজীব রাসেল (আর্টল্যাব, NJ), টরন্টো থেকে রাজীব চৌধুরী এবং পর্তুগাল থেকে জনপ্রিয় মিডিয়া পার্সোনালিটি শারমিন লাকি।

লাইভ কনসার্টটি ২৫ আগস্ট, ২০২৪ তারিখে বাংলাদেশ সময় রাত ১০টায় এবং যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত হয়েছে। দর্শকরা সরাসরি কনসার্টটি SHUNNO Warfaze এবং Razib Russell (ArtLabLive) এর ফেসবুক পেজ থেকে উপভোগ করতে পেরেছেন। সারা বিশ্বের যারা তাদের ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করতে ইচ্ছুক, তাদেরকে যুক্ত করা হয়েছে এই আয়োজনে।

ইভেন্ট লিঙ্কঃ https://facebook.com/events/s/global-bangladeshi-artists-uni/884139820293124/

এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ব্যবহৃত হবে। আয়োজকরা আশা করছেন, এই প্রচেষ্টার মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা পাবে এবং তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

বিস্তারিত তথ্যের জন্যে যোগাযোগ করুন : মি. রাজীব চৌধুরী

+১ (৬৪৭) ৯৯৬-৪৯৭৬ (টরন্টো, কানাডা)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়