শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০

মাদ্রিদে ‘গ্রাম বাংলা’র শুভ উদ্বোধন

সিদ্দিকুর রাহমান, স্পেন (মাদ্রিদ) থেকে ॥
মাদ্রিদে ‘গ্রাম বাংলা’র শুভ উদ্বোধন

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়াসে শুভ উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ‘গ্রাম বাংলা রেস্টুরেন্ট’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব মো. দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম মাসুক, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, সোহেল আহমদ সামছু, আব্দুল কাইয়ুম সেলিম, অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আমিনুর রশিদ রাজু, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক শিপার আহমদ, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি আহমেদ আসাদুর রহমান সাদ, মাওলানা আবুল কাশেম, মাওলানা আবুল কালাম শিবলু, হুমায়ূন কবির রিগ্যান, সায়েক আহমদসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

মাদ্রিদে ‘গ্রাম বাংলা’র শুভ উদ্বোধন উপলক্ষে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ব্যবসায়ী নুরুল ইসলাম, নুরুল হোসেন ও আল মাহমুদ প্রতিষ্ঠানের সাফল্য কামনায় দোয়ার আয়োজন করেন। এ সময় স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা বলেন, এই প্রতিষ্ঠান আপনাদের সবার। আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠান চালানো যাবে না। প্রবাসী বাংলাদেশিদের কথা চিন্তা করেই আমরা এই হালাল রেস্টুরেন্ট করেছি। এখানে বাংলাদেশিদের সব ধরনের সুস্বাদু খাবার পাওয়া যাবে।

কমিউনিটি নেতৃবৃন্দ মনে করেন, নতুন নতুন যত বেশি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান স্পেনে বৃদ্ধি পাবে, তত বেশি স্পেনে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে।

দায়িত্বশীলরা মাদ্রিদবাসীকে আহ্বান জানান এই হালাল রেস্টুরেন্টে আসার জন্যে। এটি মাদ্রিদের লাভাপিয়েস এলাকার কাইয়ে কারাবাকা ১২ নম্বরে শাহজালাল লতিফিয়া মসজিদ সংলগ্ন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়