প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০
ইতালিতে বৃষ্টি ধরতে গিয়ে শিশুর করুণ মৃত্যু
ইতালিতে বৃষ্টি ধরতে গিয়ে ফাতিহা নামের তিন বছরের এক শিশুর বেদনাদায়ক মৃত্যু হয়েছে। মধ্য-উত্তর ইতালির বলনিয়া শহরে মৃত্যুর এই ঘটনা ঘটে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, ঘটনার দিন বৃষ্টির সময় শিশু ফাতিহা বৃষ্টি ধরতে গিয়ে তিন তলার বাসার জানালা থেকে পড়ে মারা যায়। তার বাবার নাম ফয়সাল আহমেদ, গ্রামের বাড়ি শরিয়তপুরের সাজনপুরে। সন্তানের করুণ এ মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ, দিশেহারা হয়ে পড়েছেন।
বলনিয়ায় বসবাসকারী সঙ্গীত শিল্পী আরাবে মিনে মানসিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইতালি প্রবাসীরা সবার টাইমলাইনে পোস্টটি দিয়ে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি সবাইকে সতর্ক করেন, বিশেষ করে যাদের ছোট শিশু বাসায় রয়েছে।