শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০

আমেরিকায় চাঁদপুর সোসাইটির প্রথম বনভোজন

অনলাইন ডেস্ক
আমেরিকায় চাঁদপুর সোসাইটির প্রথম বনভোজন

আমেরিকায় চাঁদপুর সোসাইটির প্রথম বনভোজন অনুষ্ঠিত হলো ১৮ আগস্ট ২০২৪। ভারজিনিয়ার আলেকজান্দ্রিয়ার পোর্ট হান্ট পার্কে । দুপুর ১টায় কোরান তেলাওয়াত দিয়ে বনভোজন শুরু হয়। পরে অ্যামেরিকান জাতীয় সংগীত ও বাংলাদেশী জাতীয় সংগীত গাওয়া হয়। জোহর নামাজের জন্যে কিছুক্ষণ বিরতি থাকে। দেড়টা থেকে মাঠে শুরু হয় খেলাধুলা । এতে ছিলো : ৩-৫ ছেলে ও মেয়েদের ১০০ মিটার দৌড়, ৬-৯ ছেলে ও মেয়েদের ১৫০ মিটার দৌড়, ১০-১৩ ছেলে ও মেয়েদের ১৭৫ মিটার দৌড় এবং বড় ছেলেদের ২০০ মিটার দৌড় এবং মহিলাদের বালিশ খেলা। অন্যদিকে গরম পেঁয়াজু-বুট-মুড়ি খাওয়ার লাইনে ছিলো কিছু লোক । আর মেইন স্টেজে দুপুর ২টায় দেশীয় গান পরিবেশন করেন মাহিন সুজন, তারিকুর রহমান জনি ও জহিরুল ইসলাম । দুপুর ৩ টায় দুপুরের খাবার পরিবেশন করা হয়। খাবারের দায়িত্বে ছিলেন মাসুদ আহসান, মাসুদ তালুদার, মাসুদ খান, হারুন প্রধান, ফয়সাল, হোসেন, জসিম, কামাল,শরীফ ও রিয়াজ। দুপুরের খাবারে ছিল সবার সামনে ভাজা ইলিশ মাছ ও রান্না করা গরুর মাংস। সাথে ছিল ডাল ভুনা, শুঁটকি ও বেগুনি।

বিকেল ৪ টায় চাঁদপুর সোসাইটির জন্যে ড. আব্দুস সাত্তারকে প্রেসিডেন্ট, তুহিন ইসলামকে সেক্রেটারি ও কবির পাটোয়ারীকে চীফ অ্যাডভাইজার করে ২৭ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। তাদের সবাইকে স্টেজে ডেকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তারপর বক্তব্য রাখেন পারভিন পাটোয়ারী (অ্যাডভাইজার) ও তুহিন ইসলাম (সেক্রেটারি)। সর্বশেষ বক্তব্য রাখেন সোসাইটির প্রেসিডেন্ট ড.আব্দুস সাত্তার। তিনি প্রথমেই সকলকে ধন্যবাদ দেন বনভোজনে আসার জন্যে। তারপর ক্ষমা চেয়ে নেন, যদি কোনো ভুল হয়ে থাকে আপ্যায়নে তার জন্যে।

তিনি বলেন, চাঁদপুর সোসাইটির এই বনভোজনে চাঁদপুরবাসী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে প্রমাণ করেছেন প্রবাসে চাঁদপুরবাসী এক এবং অভিন্ন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দসহ প্রবাসের বিভিন্ন প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতৃবৃন্দ। পড়ন্ত বিকেলে মানুষের উপস্থিতিতে পুরো পার্ক যেন একখণ্ড চাঁদপুরে পরিণত হয়। সামগ্রিকভাবে আয়োজনটি ছিলো সুন্দর, চমৎকার এবং নান্দনিক। প্রতিটি কর্মকর্তা তাদের যোগ্যতার প্রমাণ রেখেছেন। এই বনভোজনে এসে কারো কোনো অনুযোগ-অভিযোগ ছিলো না, ছিলো সবার মধ্যে স্বস্তি এবং আনন্দ। আনন্দ-উচ্ছ্বাস এবং খোশগল্পেই কেটে গেলো একটি অনাবিল শান্তির দিন। দিন শেষে প্রবাসী বাংলাদেশীদের এটাই যেন ছিলো প্রাপ্তি। আত্মীয়তার বন্ধন, নিজ এলাকার মানুষের সাথে সৌহার্দ্য সম্প্রীতির অনন্য নজির এই বনভোজন ।

ড. সাত্তার বলেন, চাঁদপুর সোসাইটি কিছু মিশন এবং ভিশন নিয়ে কাজ করবে সবার সাথে মিলে মিশে-- ১. চাঁদপুর জেলার কোনো স্টুডেন্ট বা কোনো ইমিগ্রেন্ট আমেরিকায় এসে যদি বিপদে পড়ে, তাদের পাশে চাঁদপুর সোসাইটি থাকবে। ২. চাঁদপুর জেলার কোনো লোক যদি মারা যায় এবং তাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, চাঁদপুর সোসাইটি সাথে থাকবে। ৩. চাঁদপুর সোসাইটি চেষ্টা করবে আমেরিকায় যতগুলো চাঁদপুর জেলার সংগঠন আছে সবার সাথে যোগাযোগ করে বন্ধন সৃষ্টি করা।

বিকেল ৫ টায় গান পরিবেশন করেন সোহেব রহমান ও সীমা খান। তারপর শুরু হয় পুরস্কার বিতরণী। এই পর্বটি পরিচালনা করেন মদিনা হালাল সুপার মার্কেটের মালিক মুনির হুসাইন।

উল্লেখ্য, মদিনা হালাল থেকে গিফটগুলো দেওয়া হয়েছে। সর্বশেষ ছিল রাফেল ড্র। রাফেল ড্র’র সহযোগিতায় ছিলেন সোসাইটির সেক্রেটারি তুহিন ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবু সরকার (চাঁদপুর সোসাইটির এডভাইজার), সাথে ছিলেন তাস্কিন বিনতি ছিদ্দিকি (চাঁদপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক) ও সাদিয়া। স্টেজ ডেকোরেশনে ছিলেন হাওয়া বেগম এবং বনভোজনের সামগ্রিক দায়িত্বে ছিলেন কবির পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়