শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বিজয় উৎসব

সৌদি আরব প্রতিনিধি ॥
রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বিজয় উৎসব

ফ্যাসীবাদী খুনি হাসিনা সরকারের পতনে রিয়াদে দেশের ২য় বিজয় দিবস পালিত হয়েছে। রিয়াদে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি এই বিজয় উৎসব রিয়াদের স্থানীয় সানসিটি মেডিকেল সেন্টারে পালন করেছে। প্রবাসী ব্যবসায়ী মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা হাবীবুর রহমানের পরিচালনায় উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক, সৌদি আরবের বাংলাদেশী ইনভেস্টার আবদুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমেদ চান।

বিশেষ অতিথি ছিলেন আল খারীজ প্রদেশ বিএনপির সভাপতি আসলাম আহমেদ মোরশেদ, যুবদল সভাপতি ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশীদ, সোহরাব হোসেন লিটন, আবদুল আজিজ জাহাঙ্গীর, কাজী আইয়ুব আলী, আলমগীর কবিরসহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি ও সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ।

উৎসবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে শোকরিয়া আদায় করে তার সুস্থতার জন্যে দোয়া করা হয়।

ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়