বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

ভেনিসে বৃহত্তর চট্টগ্রামবাসীর ‘মেজবানি’

ইতালি প্রতিনিধি ॥
ভেনিসে বৃহত্তর চট্টগ্রামবাসীর ‘মেজবানি’

বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা চট্টগ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, বরেণ্য রাজনিতীবিদ, শিল্প সাহিত্য সহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ নেতৃবৃন্দের পদচারণায় ধন্য চিরচেনা পুণ্যভূমি চট্টগ্রাম।

বলা বাহুল্য, সুখ কিংবা দুঃখ উভয় কারণেই পাড়া- প্রতিবেশী, আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে খাওয়ানোর নামই হলো 'মেজবান'। ঐতিহাসিকভাবে মেজবানি চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যগত উৎসব, যেখানে সাদা ভাত গরুর মাংস দিয়ে খাওয়ানোর জন্যে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। শুধু দেশে নয়, দেশের গ-ি পেরিয়ে বহির্বিশ্বেও রয়েছে চট্টগ্রামবাসীর সেতুবন্ধন। ইতালির ভেনিসে চট্টগ্রামবাসী বসবাস করছেন বেশ সুনামের সাথে। ভেনিসে চট্টগ্রামবাসীর রয়েছে একটা শক্ত অবস্থান। একে অন্যের সাথে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করতে ভেনিসে চট্টগ্রামবাসীর বিশেষ মেজবানি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামবাসী সুষ্ঠু সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মেজবানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মহিউদ্দিন মিন্টু, সনদ বড়ুয়া, মোশারফ হোসেন, নাসির উদ্দীন, ইসমাইল হোসেন সমুন, মোহাম্মদ হোসেন চৌধুরী, সফিকুল ইসলাম সাব্বির, ফকরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, নূর মোহাম্মদ বাবুল, আব্দুল হালিম, জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, সবেদর বড়ুয়া, অমিট বড়ুয়া, বাবুল বড়ুয়া, নন্দন বড়ুয়া, রুপক বড়ুয়া, সুকান্ত বড়ুয়া আসিষ বড়ুয়া, আবদুর রহিম, নওশাদ প্রমুখ।

চট্টগ্রামবাসীর মধ্যে ভেনিসে বসবাসরত সর্বস্তরের উপস্থিতির পাশাপাশি ভেনিসের সকল রাজনৈতিক ও সামাজিক এবং কমিউনিটি ব্যক্তিত্বের উপস্থিতিতে পুরু অনুষ্ঠানটি ছিল আনন্দে মুখরিত।

আরো উপস্থিত ছিলেন শাজাহান কবির ইদ্রিস, আবদুল বারী, বিল্লাহ হোসেন ঢালী, রফিকুল ইসলাম ছৈয়াল, কামরুল সরোয়ার, আবদুল আজিজ সেলিম, আবদুল কালাম আজাদ, শাহাদাত হোসেন, আক্তার হোসেন বেপারী, সোলেমান হোসাইন, তাজুল ইসলাম, আব্দুল হান্নান হাওলাদার, মনোয়ার ক্লাক, কুদ্দুছ চৌধুরী, মোক্তার মোল্লা, আবদুল জলিল, কাজী আব্দুল বারী রোনাক, আজাদ খান, ইরফান মাস্টার, ডালিম মাহমুদ। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

আয়োজকরা ভেনিসে চট্টগ্রামবাসীকে সুসংগঠিত, ঐক্যবদ্ধ করে এগিয়ে নেয়ার আহ্বান জানান। তারা বলেন, চট্টগ্রামের ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে ভেনিসে বসবাসরত চট্টগ্রামবাসীর জন্যে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আজকের এই 'মেজবানি' আয়োজনটি। এছাড়াও ভেনিসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের কাছে চট্টগ্রাম নামের ইতিহাস, সংস্কৃতি, গৌরব ও ঐতিহ্যের সাথে পরিচিত করিয়ে দিতে পারা আমাদের আয়োজনের অন্যতম উদ্দেশ্য । চট্টগ্রাম জেলার ঐতিহ্য ছড়িয়ে যাক শত থেকে হাজারো বছর। চট্টগ্রাম এগিয়ে যাবে, সাথে সমৃদ্ধ হবে বাংলাদেশ। আমাদের বিশ্বাস, আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক এই 'মেজবান' এখন পর্যন্ত তার ঐতিহ্য ধরে রেখেছে। ভেনিসে মেজবানের খ্যাতি ছড়িয়ে পড়ুক সর্বত্র। এর ঐতিহ্য যুগ যুগ ধরে বহমান থাকুক এটাই আমাদের চট্টগ্রামবাসী প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়