প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের আলোচনা ও মধ্যাহ্নভোজ
সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলামের স্পেন আগমন উপলক্ষে আলোচনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিন চৌধুরী। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ৩টায় মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে স্পেন আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী নিয়ে এ আলোচনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সাধারণ সম্পাদক রিজভী আলম, সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, কবির হোসেন, স্পেন আওয়ামী লীগের সিনিয়র নেতা মোঃ দুলাল সাফা, জাকির হোসেন, দবির তালুকদার, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারহানা ইয়াছমিন সুবর্ণা, স্পেন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইফতেখার আলম, আওয়ামী লীগ নেতা কাদের ঢালী, আব্বাস উদ্দিন, লুৎফুর রহমান, আব্দুস সালামসহ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ কোটা আন্দোলনের আড়ালে সারাদেশে বিএনপি-জামাত ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্যের তীব্র নিন্দা জানান এবং প্রবাসে ঘাপটি মেরে থাকা জামাত-বিএনপির দোসরদের রুখে দেয়ার আহ্বান জানান।