প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
লন্ডনে ছাত্রলীগ ও যুবলীগের ওপর কোটা বিরোধীদের হামলা
বাংলাদেশের চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র সমাজের সাথে একাত্মতা জানিয়ে লন্ডনে বসবাসরত ছাত্রছাত্রী ও সাধারণ বাংলাদেশিরা ১৮ জুলাই বৃহস্পতিবার আলতাফ আলী পার্কে সমাবেশের আয়োজন করেন। মূলত ছাত্র-ছাত্রীদের সমাবেশ হলেও এখানে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গ-সংগঠন এবং সাথে যোগ দেয় জামাত-শিবিরের কয়েকশ’ কর্মী-সমর্থক। খবর আসে আলতাফ আলী পার্কের পাশে মাইক্রো বিজনেস সেন্টারে সমাবেশ করছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। সেখানে গিয়ে আক্রমণ চালায় কোটা বিরোধীরা এবং ভিতর থেকেও পালটা আক্রমণ চালায় যুবলীগ ও ছাত্রলীগ। মুহূর্তে রূপ নেয় রণক্ষেত্রে। পুলিশ আসে সেখানে সাথে সাথে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর বিমানও আকাশে উড়তে দেখা যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। এক সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক’জনকে পুলিশ সেখান থেকে গ্রেফতারও করে। বিদেশের মাটিতে এ ধরনের অরাজকতা বাঙালিদের মানসম্মানকে দলিত করবে বলে অনেকে মনে করছেন। এর পূর্বে আলতাফ আলী পার্ক ছিলো যেনো বাংলাদেশের যে কোনো এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ব্যানার, ফেস্টুন হাতে প্রতিবাদমুখর ছিল আন্দোলনকারীরা। জানা যায়, পরিস্থিতি বিবেচনা করে এই পার্কে যুবলীগের পূর্বনির্ধারিত সভা বাতিল করে যুবলীগ তারপরও সহিংসতা এড়ানো সম্ভব হয়নি।