প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০
স্পেনে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
স্পেনের রাজধানী মাদ্রিদে জামাত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ইউরোপীয় আওয়ামী লীগের প্রতিবাদ আয়োজনে স্পেন আওয়ামী লীগ। বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে স্পেনে সমাবেশ করেছে স্পেন আওয়ামী লীগ এবং সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ।
কোটা আন্দোলনের আড়ালে সারাদেশে বিএনপির-জামাত ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তিনদিনব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ ও স্পেন আওয়ামী লীগ সোমবার (২২ জুলাই) স্পেনের রাজধানী মাদ্রিদের প্লাজা মাইয়র, জিরো পয়েন্টে এ কর্মসূচি যৌথভাবে পালন করা হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী।
বিক্ষোভ সমাবেশে এম. নজরুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের কোটা আন্দোলনের আড়ালে বিএনপির-জামাত ও তার দোসরা সন্ত্রাস, নৈরাজ্য যে তাণ্ডবলীলা চালিয়েছে যা নজিরবিহিন, শান্তিপ্রিয় মাতৃভূমিতে অশান্ত করে তুলেছিল দেশবিরোধী এই চক্র। তারা প্রবাসেও থেমে নেই, উন্নয়নশীল দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রচার-প্রচারণা, প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তিনি প্রবাসে ঘাপটি মেরে থাকা জামাত-বিএনপির দোসরদের রুখে দেয়ার আহ্বান জানান।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সভাপতি এস. আর. আই. এস. রবিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, সাধারণ সম্পাদক রিজভী আলম, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, জহিরুল ইসলাম নয়ন, এইচএম দবির তালুকদার, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালি, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান মহিলা শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট সানজিদা মাহবুব সুমি, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন সুবর্ণা ও স্পেন যুবলীগের আহ্বায়ক ইফতেখার আলম প্রমুখ।