রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০

স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সাথে কাতালোনিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মতবিনিময়

সিদ্দিকুর রাহমান ॥
স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সাথে কাতালোনিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মতবিনিময়

স্পেন বাংলা প্রেসক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কাতালোনিয়া (অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া)-এর নব নির্বাচিত নেতৃবৃন্দ। রোববার (৭ জুলাই) বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণের কথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যরা। এ সময় সংগঠনটির সভাপতি করিম আলী স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা এবং পরামর্শ কামনা করেন।

স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি বলেন, বাংলাদেশি কমিউনিটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের খবর পরিবেশন করা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ও গর্বের উপলক্ষ। যে কোনো ভালো উদ্যোগে প্রেসক্লাব সব সংগঠনের সাথেই আছে ও থাকবে। মতবিনিময় সভায় স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, সাহিত্য সম্পাদক সাদিয়ান আহমেদ, সদস্য সাহাদুল সুহেদ ও তুতিউর রহমান বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, জাকির হোসেন ও ওয়াজিজুর রহমান মুজিব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়