রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০

ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব ফিনল্যান্ডের সম্মেলনের আহ্বায়ক হলেন আব্দুল্লাহ ইকবাল

নিজস্ব প্রতিবেদক ॥
ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব ফিনল্যান্ডের সম্মেলনের আহ্বায়ক হলেন আব্দুল্লাহ ইকবাল

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে মোহাম্মদ আব্দুল্লাহ ইকবাল (ফিনল্যান্ড)কে নির্বাচিত করেন ‘ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব' (ইবিপিসি)। সম্প্রতি ইউরোপ সময় বিকেল ছয়টায় অনলাইনে জুম মিটিংয়ে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ফিনল্যান্ডের আব্দুল্লাহ ইকবালকে আসন্ন সম্মেলনের আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন : মিরন নাজমুল (স্পেন), অ্যাডভোকেট আনিসুজ্জামান (ইতালি), হাবিব উল্লাহ বাহার (জার্মানি), আনোয়ার এইচ খান ফাহিম (পর্তুগাল), রাকিব হাসান রাফি (স্লোবেনিয়া) ও আহমেদ রাজ (পোল্যান্ড)।

সাংগঠনিক নিয়ম অনুযায়ী সভাপতি জমির হোসেন এবং কবির আল মাহমুদ সাধারণ সম্পাদক সমন্বয়ক হিসেবে এই কমিটির সাথে যুক্ত থাকবেন। বৃহস্পতিবার ২৭ জুন ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সম্মেলনের সম্ভাব্য তারিখ চলতি বছরের সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে।

’ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব (ইবিপিসি)’ কর্তৃক আব্দুল্লাহ ইকবালকে আহ্বায়ক নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন মজিব নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রবিউল ইসলাম, যুক্তরাজ্য বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদের, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ)-এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মহিন, ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেন, বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ)-এর সভাপতি মোস্তফা মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে এস এম আব্বাস। মাসিক এ সভাটি জমির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়